Ibrahim On Nose Job Troll: ওটিটি প্ল্যাটফর্মে সদ্য মুক্তি পেয়েছে ‘নাদানিয়া’। এই ছবির হাত ধরে অভিনয়ে অভিষেক ঘটল সইফ পুত্র ইব্রাহিমের। নবাব পরিবারের সন্তানের প্রথম ছবি নিয়ে পর্যালোচনা আতসকাচের নীচে থাকবে সে কথা বলার অবকাশই রাখে না। সিনেসমালোচকদের তরফে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন স্টার কিড ইব্রাহিম আলি খান। সিনেমা ভাল লাগা বা খারাপ লাগা নিয়ে মন্তব্যে কোনও আপত্তি জানাননি ইব্রাহিম। সত্যিই তো একজন অভিনেতা হিসেবে আপত্তি জানানোর প্রশ্নও ওঠে না। দর্শকই তো সিনেমা হিট না ফ্লপ কিংবা অভিনেতা-অভিনেত্রীর অভিনয়ের মাপকাঠির আসল বিচারক। কিন্তু, পাক সিনেসমালোচকের উপর রেগে কাঁই ইব্রাহিম। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েছেন। নেপথ্যে রয়েছে পাক ক্রিটিক তামুরের দাবি ইব্রাহিম নাকে অস্ত্রোপচার করেছেন। ইব্রাহিমের অভিনয়ের নিন্দা তো করেইছেন সেই সঙ্গে 'নোজ জব' নিয়েও কটাক্ষ করেছেন। সঙ্গে সঙ্গে ধেয়ে গিয়েছেন সইফ পুত্রও।
তামুর ইকবাল ইনস্টা হ্যান্ডেলে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে স্পষ্টত দৃশ্যমান ইব্রাহিমের সঙ্গে তাঁর 'হট টক'। ইনস্টাগ্রামে তামুরকে সরাসরি মেসেজ করেন ইব্রাহিম। কড়া ভাষায় লিখেছন, 'তামুর নামটা অনেকটা তৈমুররের মতো। আমার ভাইয়ের নামের আদলে নাম রাখলেও মুখটা ওর মতো সুন্দর নয়। তোমার মুখ তো রাস্তার আবর্জনার স্তুপ। নিজের কথা নিজের কাছে রাখতে পারেন না। কোথায় কী বলতে হয়, সেই জ্ঞানও নেই। আপনি অত্যন্ত কুৎসিত দেখতে। আপনার ও আপনার পরিবারের জন্য কষ্ট হচ্ছে আমার। কোনওদিন যদি আপনাকে রাস্তায় দেখি, আপনার মুখ বদলে দেব। কুৎসিত মুখটাকে আরও কুৎসিত বানিয়ে দেব, সেটা বলে দিলাম।'
ইব্রাহিমের হুঁশিয়ারিতে মোটেই ভয় পেয়ে পিছিয়ে যাননি ওই পাক সিনেসমালোচক তামুর। পালটা জবাবে অট্টহাসি দিয়ে লিখেছেন, 'এই তো এবার একদম ঠিক আছে। পর্দাতেও আপনাকে এমন ঝাঁজালো অবতারেই তো দেখতে চাই। ওই টিপিক্যাল নকল কর্নেটো আইসক্রিমের মতো ন্যাকামোর দৃশ্যে আপনার অভিনয় দেখতে চাই না।' ইব্রাহিম আর তামুরের মধ্যে যখন কথা কাটাকাটি চলছে তখন অবশ্য, পাক সিনেসমালোচক নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। ইব্রাহিমকে উপদেশ, 'ওই নোস জবের কথাটা কুৎসিত রসিকতা ছিল, মানছি। তবে আমি তোমার বাবার অনেক বড় ভক্ত আমি। ওঁর নামটা দয়া করে ডোবাবেন না।'
উল্লেখ্য, ঘটনার পরেই ইব্রাহিম তামুরকে ব্লক করে দিয়েছেন। ইব্রাহিম-তামুরের দ্বন্দ্বে দ্বিধাবিভক্ত মায়ানগরী। কারও মতে, ইব্রাহিমের মাথা গরম করা উচিত হয়নি। কেউ আবার প্রিয় অভিনেতার পাশে দাড়িয়ে তামুরকে পরামর্শ, পাক অভিনেতা-অভিনেত্রীদের চেহারা নিয়ে কাঁটাছেড়া করুন। ভারতীয়দের নিয়ে ভবিষ্যতে কুরুচিকর মন্তব্য যাতে না করেন সেই নিয়েও একপ্রকার গর্জে উঠেছেন ইব্রাহিমের অনুরাগীরা।