জয় দিয়েই বিশ্বকাপ অভিযান সমাপ্ত করল ইংল্যান্ড। ইডেনে পাকিস্তানকে ৯৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দেশে ফিরছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর ইডেনে ইংল্যান্ডের ম্যাচ দেখতেই হাজির হলেন কিংবদন্তি মিক জ্যাগার।
রোলিং স্টোন-এর প্রবাদ প্রতিম লিড সিঙ্গার কলকাতায় আসবেন, এমনটা ইঙ্গিত দেওয়া হয়েছিল ব্রিটিশ প্রচার মাধ্যমে। সেই ইঙ্গিতকে সত্যি করেই ইডেনে হাজির হয়ে গেলেন প্রখ্যাত এই সুর-সম্রাট।
ইডেনে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছিল শনিবার। সেই ম্যাচই অলঙ্কিত হল মিক জ্যাগারের সান্নিধ্যে। ব্রিটিশ সুর-সম্রাটের সঙ্গেই ইডেনে দেখা গিয়েছে ঊষা উত্থুপকে। ডেইলি মেইল-এ বলা হয়েছে, মিক জ্যাগার কলকাতায় এসেছিলেন বৃহস্পতিবার। তারপর হোটেলে জস বাটলার ব্রিগেডের সঙ্গে সাক্ষাৎ-ও করেন। বাটলার ছাড়াও স্যাম কুরান, গ্যাস এটকিনসন, ডেভিড মালান, জনি বেয়ারস্টোদের সঙ্গে ফটোও তোলেন তিনি।
জ্যাগার বরাবরের ক্রীড়া-প্রেমী। এল ক্ল্যাসিকো দেখতে ক্যাম্প ন্যু, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালে সাউদাম্পটন কিম্বা এসেজেও হাজির থাকতে দেখা গিয়েছে রোলিং স্টোনের ফ্রন্টম্যানকে। লর্ডস-এ টেস্ট থাকলেই জ্যাগার বাধ্যতামূলকভাবে হাজির থাকেন।
মিক জ্যাগারের উপস্থিতিতে দারুণ ক্রিকেটই উপহার দিল ইংল্যান্ড। পাকিস্তানকে ৯৩ রানের বিশাল ব্যবধানে হারাল। প্ৰথমে ব্যাট করে জস বাটলারের দুরন্ত ব্যাটে ভর করে ইংরেজরা তুলেছিল ৩৩৭ রান। জবাবে পাকিস্তান মাত্র ২৪৪-এ খতম। সালমান আগার হাফসেঞ্চুরি বাদে কোনও পাক ব্যাটারই পাল্টা লড়াই ছুড়ে দিতে পারেনি। শেষদিকে হ্যারিস রউফ মারকুটে মেজাজে ৩৫ করে পাকিস্তানের জয়ের ব্যবধান কমিয়ে আনেন।