ইদানিং বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। শুধু তাই নয়, ইধিকা পাল শাকিবের সঙ্গে কাজ করে দুই বাংলার জনপ্রিয় প্রিয়তমা হয়ে উঠেছেন। বিশেষ করে নজর কেড়েছে তাঁর বাঙাল ভাষা বলার ধরন। কিন্তু...
কিছুদিন আগেই সাক্ষাৎকারে এক কান্ড ঘটিয়েছেন তিনি। যেকারনে, রোষানলে অভিনেত্রী। হিন্দু মেয়ে হলে ভাল কিছু ঘটলেই এই শব্দ ব্যবহার করছেন তিনি! রীতিমতো রেগে আগুন দর্শকরা। ধর্মের কারণেই, আজ তাকে নিয়ে এত চর্চা। কাজ করেছেন বাংলাদেশে, তাই বলে বাস্তবের জীবনেও এমন কিছু করবেন?
এর আগেও, অনেক অভিনেত্রীই ওপার বাংলা থেকে এদেশে এসে কাজ করেছেন। আবার উল্টোটাও ঘটেছে। কিন্তু, সেদেশের সঙ্গে মিশে গিয়েছেন এভাবে, এমন অভিনেত্রীর সংখ্যা খুব কম। কী করেছেন ইধিকা? এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুটি শব্দ আমার মনের খুব কাছের হয়ে উঠছে। একটি হল ইনশা আল্লাহ। ওরা ভাক কিছু হলে এই শব্দটা বলে। সেটা, এখন আমার অভ্যেস হয়ে গিয়েছে। ভাল কিছু হলেই, আমি এখন এটা বলি। আর দ্বিতীয় হল, বিসমিল্লাহ। এই দুটিই এখন তাঁর পছন্দের শব্দ।
উল্লেখ্য, জি বাংলার একটি ধারাবাহিক থেকেই তিনি জনপ্রিয়তা পান। তারপরই এহেন অভ্যুত্থান। এখন এই ছবির দৌলতে, তিনি নিদারুণ নাম করেছেন। তারমধ্যে এই বিতর্ক। দর্শকরা, কটু কথা বলেছেন অভিনেত্রীর উদ্দেশ্যে। বলছেন, একটা ছবি করেই ইসলাম ধর্ম মানার শখ? আবার কেউ বলছেন, ওদের থেকে তো এটা শিখেছেন, আপনি কী শিখিয়েছেন ওদের?