ইন্ডিয়ান এক্সপ্রেস-এর তালিকায় দেশের সেরা একশো ক্ষমতাশালী ব্যক্তিদের মধ্যে যেমন রাজনৈতিক থেকে ক্রীড়া জগতের ব্যক্তিত্বরা রয়েছেন তেমনই, সেই তালিকায় নাম রয়েছে বিনোদুনিয়ার তারকাদেরও। অতিমারী উত্তরপর্বে কেউ ১০০ কোটির ব্যবসার সিনেমা উপহার দিয়েছেন ইন্ডাস্ট্রিকে তো কেউ বা আবার শুধুমাত্র বিতর্কিত মন্তব্য করেই ঘুম উড়িয়েছেন দেশবাসীর। তবে নতুন তারকামুখের ছড়াছড়ি হলেও ইন্ডাস্ট্রিতে খান-কুমাররা কিন্তু কয়েক দশক বাদেও ঠিক নিজেদের জায়গা ধরে রেখেছেন। আর সেই সুবাদেই IE 100-এর তালিকায় জায়গা করে নিলেন তাঁরা।
বিনোদন জগতের কারা রয়েছেন সেই তালিকায়? দেখা যাক তাহলে। প্রথমেই শাহরুখ খান (Shah Rukh Khan)। তালিকার ৮২ নম্বরে নাম রয়েছে কিং খানের। অভিনেতা, প্রযোজনার পাশাপাশি ক্রীড়াজগতেও টিম কেকেআর-এর মালিক হিসেবে বেজায় চর্চিত চিনি। আর শাহরুখ খানে মানেই নতুন চমক! গত তিন দশক ধরে বলিউডে রাজত্ব করছেন। চার বছর সিনেপর্দায় মুখ না দেখিয়েও তাঁর জনপ্রিয়তাতে যে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি, 'পাঠান' সিনেমায় কিং খানের অ্যাকশন হিরো অবতার দেখে অনুরাগীদের উন্মাদনাই তার প্রমাণ। ছেলে আরিয়ান খান মাদককাণ্ডের পর তাঁকে নিয়ে তুমুল সমালোচনা হলেও মুখে টুঁ শব্দটি করেননি। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলানোর পাশাপাশি ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও বাবমূর্তি বজায় রেখেছেন।
এর মধ্যেই SRK+-এর ঘোষণা করেছেন ডিজিট্যাল ময়দানে দৌঁড়নোর জন্য। তা সে হোক না ডিজনি হটস্টার-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে। চমক দিতে শাহরুখের জুড়ি মেলা সত্যিই ভার!
তালিকার ৯৪ নম্বরে রয়েছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। চার-চারটে জাতীয় পুরস্কারের পাশাপাশি পদ্মশ্রী পুরস্কার পেয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে দক্ষতা থাকলে ইন্ডাস্ট্রিতে গডফাদার ছাড়া একলা পথে চলেও সাফল্য অর্জন করা যায়। ব্যক্তিগত মত প্রকাশ করে মাঝেমধ্যেই বিতর্কের শিরোনাম হয়ে থাকেন কঙ্গনা। তবে নিজের স্ট্যান্ডপয়েন্ট থেকে একচুল নড়তে নারাজ! পপ ন্যাশনালিজম-এর পোস্টার গার্ল আখ্যা দিলেও অত্যুক্তি হয় না।
'মণিকর্ণিকা'র প্রযোজনা থেকে শুরু করে 'থালাইভি'তে জয়ললিতার চরিত্রে অভিনয় করে বাজিমাত করেছেন কঙ্গনা রানাউত। প্রযোজক-অভিনেত্রী হিসেবে আরও বেশি করে মহিলাকেন্দ্রিক ছবিতে নজর দিয়েছেন। পদ্ম শিবিরের সমর্থনে মুখ খুলে বিরোধীপক্ষকে আক্রমণ করতেও তাঁর জুড়ি মেলা ভার! আর সেই জন্যই বোধহয় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন ইন্ডাস্ট্রির থেকে একমাত্র কঙ্গনাকেই। ধাকড়, তেজস-এর মতো কঙ্গনা অভিনীত বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায়। অন্যদিকে সীতায় মূল চরিত্রে অভিনয় করার পাশাপাশি পরিচালনাও করছেন তিনিই। পাশাপাশি বেজায় আধ্যাত্মিক কঙ্গনা।
IE 100-এর তালিকায় ৯৬ নম্বরে রয়েছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। কয়েক দশক ধরে তার জনপ্রিয়তার গ্রাফ উর্ধ্বমুখী হয়েছে বই কমেনি। প্রযোজক-অভিনেতা হিসেবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে শতাধিক হিট ফিল্ম উপহার দিয়ে অক্ষয় কুমার প্রমাণ করে দিয়েছেন যে তিনি বলিউডি হিট সিনেমার অন্যতম 'বাজিগর'। অ্যাকশন হিরো অবতার থেকে শুরু করে কমেডিয়ান কিংবা সামাজিক বার্তা দেওয়া হিরো তথা নেচিবাচক চরিত্র.. সবেতেই তুখড় খিলাড়ি কুমার। অতিমারী পর্বে তাঁর অভিনীত 'বেলবটম', 'সূর্যবংশী', 'বচ্চন পাণ্ডে' সব মিলিয়ে ২০০ কোটির ব্যবসা করেছে। অতঃপর অক্ষয় একাই এই দুঃসময়ে দুশো কোটির হিরো হিসেবে বলিউডের ব্যবসা জিইয়ে রাখার দায়ভার বহন করেছেন, তা নিঃসন্দেহে বলা যায়।
৯৭ নম্বরে রয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt)। বলিউডের বর্তমান প্রজন্মের সবথেকে ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে নিঃসন্দেহে আলিয়ার নাম করা যায়। 'হাইওয়ে', 'রাজি', 'উড়তা পাঞ্জাব', 'গাল্লিবয়' থেকে 'গাঙ্গুবাঈ কাঠিওয়াড়ি' ছবিতে তাঁর অভিনয়ে মুগ্ধ করেছেন দর্শককে। গাঙ্গুবাঈ ১০০ কোটির ব্যবসা করেছে ইতিমধ্যেই। পাশাপাশি রাজামৌলীর RRR, অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র'র মতো বিগ বাজেট ছবির হিরোইন-ও তিনি। এমনকী, সম্প্রতি গ্যাল গ্যাডটের স্পাই থ্রিলার-ধর্মী ছবি 'হার্ট অফ স্টোন'-এও গুরুত্বপূর্ণ চরিত্র বাগিয়ে নিয়েছেন আলিয়া।
এছাড়াও পরিচালক করণ জোহরের কামব্যাক ফিল্ম 'রকি অউর রানি কি প্রেম কাহানি', ফারহান আখতারের মহিলাকেন্দ্রিক রোড সফরের সিনেমা 'জি লে জারা'র অন্যতম হিরোইনও আলিয়া। তাঁর প্রযোজিত ডার্ক কমেডি ছবি 'ডার্লিংস' সম্ভবত এবছরই মুক্তি পাবে। প্রকৃতিপ্রেমী হওয়ায় ন্যাচার ফটোগ্রাফির শখও রাখেন আলিয়া ভাট।
৯৯ নম্বরে রয়েছেন প্রসূন যোশী (Pasoon Joshi)। একাধারে তিনি যেমন হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় গীতিকার, তেমনই ইন্ডাস্ট্রিতে তাঁকে 'টপ-ব়্যাঙ্কিং অ্যাডম্যান' হিসেবেও ডাকা হয়। বিজ্ঞাপনী জগতে তাঁর অবদান অনস্বীকার্য। ২০১৭ সাল থেকে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারম্যান পদে রয়েছেন। স্বচ্ছ ভারত অভিযান, পোলিও সচেতনতা থেকে শুরু করে শিশু অধিকারের মতো কেন্দ্রীয় সরকারের একাধিক ক্যাম্পেন প্রসূন যোশীর-ই সৃষ্টি। পাশাপাশি তিনি যে একজন ভাল গায়কও, সেটা বোধহয় অনেকেরই অজানা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন