অভিনেত্রী শ্রীদেবী, এবছরের প্রথমে আকস্মিক মৃত্যু হয়েছিল তাঁর। ৪৯ তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মরনোত্তর সম্মান প্রদান করা হবে এই অভিনেত্রীকে। চারদশকেরও বেশি সময় ধরে বিশাল ফিল্মি কেরিয়ার ছিল বলিউডের প্রথম মহিলা সুপারস্টারের। এবছরের প্রথমে ৫৫বছর বয়সি এই অভিনেত্রীর আকস্মিক প্রয়ান হয় দুবাইয়ে। গতবছরই গোয়ায় ফেস্টিভ্যালের ইন্ডিয়ান প্যানোরামা সেকশনের উদ্বোধন করেছিলেন তিনি। এমনি আয়োজকরা ঘোষনা করেন শ্রীদেবী অভিনীত ছবি মম, যে ছবির জন্য মরোনত্তর জাতীয় সম্মান পেয়েছেন তিনি সেই ছবির স্ত্রিনিং হবে ইফিতে।
আয়োজকরা এও বলেন যে বিনোদ খান্নার ছবির রেট্রোস্পেকটিভ চলবে চলচ্চিত্র উৎসবে। সত্তর ও আশির দশকের বিনোদ খান্না হিন্দি সিনেমার বড় তারকা। গতবছর ৭০ বছর বয়সে ক্যানসারের সঙ্গে যুদ্ধে পরাস্ত হন তিনি। মৃত্যর পর ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে সম্মানে সম্মানিত করা হয় তাঁকে। এবারের উৎসবে বিনোদ খান্না অভিনীত অচানক, লেকিন ও অমর আকবর অ্যান্টনির মতো ছবি দেখানো হবে।
আরও পড়ুন, কমল আনন্দের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে টি সিরিজ
ইফি সম্মান জানাবে অভিনেতা শশী কাপুর,তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি ও পরিচালক কল্পনা লাজমিদেরও। শশী কাপুরের ছবি বিজেতা দেখানো হবে উৎসবে এবং তাঁর ছেলে কুণাল কাপুর উপস্থিত থাকবেন সেখানে। করুণানিধির জাতীয় পুরস্কার প্রাপ্ত তামিল ছবি মালাইক্কাল্লান ও পরিচালক কল্পনা লাজমির প্রশংসিত ছবি রুদালি দেখান হবে ফিল্ম ফেস্টিভ্যালে। নভেম্বরের ২০ থেকে ২৮ গোয়ায় অনুষ্ঠিত হচ্ছে ৪৯ তম চলচ্চিত্র উৎসব। এবছর দেখানো হবে ২১২ টি ছবি।
Read the full story in English