IIFA Awards 2018: প্রত্যেক বছর মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে ইন্টারন্যাশানাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওর্য়াডস। ভারতীয় সিনেমার কৃতীদের সম্মানিত করার পাশাপাশি এদিনের সন্ধ্যের আর্কষণ থাকে তারকাদের পারফরমেন্স। প্রতিভাদের সম্মানিত করা ছাড়াও তিনদিনের এই অনুষ্ঠানে হিন্দি সিনেমার প্রতিনিধিদের উদযাপনের সাক্ষী থাকে দর্শকরা। প্রত্যেক বছর নিয়ম করে সলমন, প্রিয়াঙ্কা, শাহিদ, শাহরুখ, অমিতাভ বচ্চনরা বিদেশের মাটিতে দেশীয় দর্শকদের বিনোদনের চেষ্টা করে থাকেন। আপাতত বলিউড ব্যস্ত ব্যাংকক উড়ে যাওয়ার জন্য। কেননা আইফা ২০১৮-র ডেস্টিনেশন এবার সেটাই। তাই তার আগে অনুষ্ঠানের হাঁড়ির খবর জেনে নেওয়ার চেষ্টা করা যাক।
প্রায় এক যুগ পরে ব্যাংককে বলিউড
জোহানেসবার্গ, অ্যামস্টারডাম, দুবাই, কলোম্বিয়া, টোরোন্টো, সিঙ্গাপুর, টাম্পা বে, কুয়ালা লামপুর, নিউ ইর্য়ক, আইফার কর্মকর্তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানের আয়োজন করার পর এবার ঠিক করেছেন ব্যাংককের সিয়াম নিরামিত থিয়েটারকে। ২২ থেকে ২৪ জুন থাইল্যান্ড মেতে থাকবে বলিউড জ্বরে। প্রায় দশ বছর পর আইফা ফিরল ব্যাংককে।
আইফা মিউজিক্যাল নাইট ২০১৮
আইফায় মিউজিক্যাল নাইট প্রায় ট্রাডিশনের মতো। প্রতি বছরের মতো এবারও সেই দিকেই তাকিয়ে সবাই। ২২ জুন অনুষ্ঠিত হবে এবারের এই সঙ্গীত সন্ধ্যা। আর এদিনের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন আয়ুষ্মান খুরানা ও কার্তিক আরিয়ন। থাই বাজনদারদের সঙ্গে যুগলবন্দীতে দেখা যাবে সঙ্গীত পরিচালক প্রীতমকে। এছাড়াও অনুষ্ঠান মাতাবেন শাল্মলী খোলগারে, অমিত মিশ্র, অন্তরা মিত্র, শ্রীরামরা। সনু কে টিটু কি সুইটি অভিনেত্রী নুসরৎ ভারুচার স্পেশাল পারফরমেন্সও পাবেন দর্শক।
আইফা ২০১৮ র বিশেষ আকর্ষণ
তবে ২৪ জুলাই অ্যাওয়ার্ড নাইটে মঞ্চ মাতাবেন করণ জোহর ও রীতেশ দেশমুখ। রণবীর কাপুর অবশ্য ২৯ শের সনজুর রিলিজে প্রচারেই মত্ত থাকবেন তা বোঝা যাচ্ছে। গতবছর রেখা আইফার মঞ্চে ঝড় তুলেছিলেন। কুড়ি বছর পর স্টেজে পারফর্ম করেছিলেন তিনি। এছাড়াও এদিনের সন্ধ্যে মাত করবেন অর্জুন কাপুর, বরুন ধাওয়ান, কৃতি শ্যানন, শাহিদ কাপুর, শ্রদ্ধা কাপুর, ববি দেওল এবং ইউলিয়া ভান্তুর।
Baba is back! @arjunk26 is all smiles as he preps for #IIFA2018. Which songs do you think he’s going to perform on? pic.twitter.com/09jxVN6lEq
— IIFA Awards (@IIFA) June 14, 2018
আরও পড়ুন, Unfinished: অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবার লেখিকাও
আইফা ২০১৮ মনোনয়ন তালিকা
সেরা ছবি
বরেলি কি বরফী
হিন্দি মিডিয়াম
নিউটন
টয়লেট-এক প্রেম কথা
তুমহারি সুল্লু
সেরা পরিচালক
অশ্বিন আইয়ার তিওয়ারি, বরেলি কি বরফি
সাকেত চৌধুরী, হিন্দি মিডিয়াম
অনুরাগ বসু, জগ্গা জাসুস
অমিত ভি মাসুরকর, নিউটন
সুরেশ ত্রিবেনী, তুমহারি সুল্লু
সেরা অভিনেত্রী
আলিয়া ভাট, বরেলি কি বরফি
শ্রীদেবী, মম
জাইরা ওয়াসিম, সিক্রেট সুপারস্টার
ভূমি পেডনেকর, শুভ মঙ্গল সাবধান
বিদ্যা বালান, তুমহারি সুল্লু
সেরা অভিনেতা
ইরফান খান, হিন্দি মিডিয়াম
রণবীর কাপুর, জগ্গা জাসুস
আদিল হুসেন, মুক্তি ভবন
রাজকুমার রাও, নিউটন
অক্ষয় কুমার, টয়লেট-এক প্রেম কথা
সেরা সহঅভিনেত্রী
তব্বু, বরেলি কি রবফি
মেহের ভিজ, সিক্রেট সুপারস্টার
সীমা পাহওয়া, শুভ মঙ্গল সাবধান
নেহা ধুপিয়া, তুমহারি সুল্লু
সেরা সহঅভিনেতা
রাজকুমার রাও, বরেলি কি বরফি
দীপক ডোব্রিয়াল, হিন্দি মিডিয়াম
নাওয়াজউদ্দিন সিদ্দিকি, মম
পঙ্কজ ত্রিপাঠি, নিউটন
বিজয় মাওয়রা, তুমহারি সুল্লু
সেরা গল্প
অমিত. ভি. মাসুরকর, নিউটন
সিদ্ধার্থ-গরিমা, টয়লেট-এক প্রেম কথা
সুরেশ ত্রিবেনী, তুমহারি সুল্লু
সেরা সঙ্গীতপরিচালক
অমল মালিক, তনিষ্ক বাগচী, অখিল সচদেব, বদ্রীনাথ কি দুলহনিয়া
প্রীতম, জগ্গা জাসুস
তনিষ্ক বাগচী, গুরু রনধাওয়া-রজত
নাগপাল, অমর্ত রাউত, শান্তনু ঘটক, তুমহারি সুল্লু