অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ কি অন্তঃসত্বা? দিন দুয়েক আগে তিনি একটি ইয়ার এন্ড র্যাপ আপ দেখিয়েছেন যেখানে এমন কিছুই একটা ইঙ্গিত করেছেন তিনি। অভিনেত্রী কিছুদিন আগেই মা হয়েছেন প্রথমবারের মত। ছেলের এখন একবছর বয়স।
যদিও বা অল্প সময়ের ব্যবধানে মা হওয়ার ঘটনা নেহাতই নতুন না বলিপাড়ার বুকে। কিছুদিন আগেই দেবিনা বন্দোপাধ্যায় ঠিক এহেন পরিস্থিতিতে পড়েছিলেন। তাঁর দুই সন্তানের মধ্যে ফারাক হাতে গুনে কয়েক মাস। তাহলে ইলিয়ানা কি একই? এই প্রসঙ্গে অভিনেত্রী সেভাবে কিছু না জানালেও তাঁর ভিডিও সেরকমই কিছু বলছে।
যদিও বা প্রথম প্রেগন্যান্সির সময় হঠাৎ করেই তিনি সুখবর দেন। ছেলে হওয়ার পর বেশিদিন তাঁকে লুকিয়ে রাখেননি তিনি। আর এবার যে ভিডিও তিনি পোস্ট করেছেন সেখানে বছরের ১২ মাস ঠিক কিভাবে কেমন গেল সেই দৃশ্য দেখিয়েছেন। তাঁর মধ্যেই হঠাৎ করে অক্টোবর মাসের ভিডিওতে তিনি দেখান হাতে একটি প্রেগন্যান্সি কিট, এবং সেখানে রেজাল্ট পজেটিভ। যারা খেয়াল করেছেন তাঁদের এখন প্রশ্ন একটাই।
ইলিয়ানা কি তবে সত্যিই অন্তঃসত্বা? অনুরাগীরা এমন প্রশ্ন শুধু করেননি, বরং তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। একটু ভাল করে নজর রাখলেই দেখা যাবে, অভিনেত্রী যে প্রেগন্যান্সি কিট শেয়ার করেছেন সেখানে প্রেগনেন্ট লেখা। তাহলে আর বুঝতে বাকি থাকে না। এখন অভিনেত্রী কতদিনে নিজের মুখে ঘটনার স্বীকারোক্তি দেন, সেটাই দেখার।
উল্লেখ্য, বেশ অনেকদিন তিনি বড়পর্দা থেকে দূরে ছিলেন। তাঁর থেকেও বড় কথা, অভিনেত্রী এত সুপারহিট ছবির পরেও কেন যে লাইমলাইট থেকে দূরে থাকেন এই নিয়েও তাঁর ভক্তরা প্রশ্ন করেছেন। যদিও কিছুদিন আগে বিদ্যা বালানের সঙ্গে একটি ছবিতে তাঁকে দেখা গিয়েছে।