Ileana Second Pregnancy: দ্বিতীয়বার মা হচ্ছেন ইলিয়ানা, মধ্যরাতে প্রেগন্যান্সি ক্রেভিংয়ের ছবি শেয়ার করে লিখলেন...

Ileana Second Baby: দ্বিতীয়বার মা হচ্ছেন অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। নিউ ইয়ার রিলেই অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিয়েছিলেন। আর প্রেমদিবসের পর মাঝরাতের প্রেগন্যান্সি ক্রেভিংয়ের ছবি শেয়ার করে কী লিখলেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ileana-dcruz-new

মাঝরাতের প্রেগন্যান্সি ক্রেভিংয়ের ছবি শেয়ার করে কী লিখলেন?

Ileana DCruz Second Baby: নতুন বছরের শুরুতেই দ্বিতীয়বার মা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বলি অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। প্রেগন্যান্সি কিটের উপর অক্টোবর লিখে ছবি পোস্ট করেছিলেন। অনুরাগীরা আন্দাজ করেছিলেন ২০২৫-এই তিন থেকে চার হবেন গ্ল্যাম ডিভা ইলিয়ানা। প্রথম ছেলের বয়স এক বছর হওয়ার কিছুদিনের মধ্যেই দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দেন।

Advertisment

ভ্যালেন্টাইনস ডে-র ঠিক পরদিন প্রেমের মরশুমে ফের প্রেগন্যান্সি ক্রেভিংয়ের ছবি পোস্ট করেন। মাঝরাতে স্ন্যাক্সের ছবি শেয়ার করে মম টু বি ইলিয়ানা মজা করে লেখেন, 'না বলেও আমাকে বলো তুমি প্রেগন্যান্ট।' অভিনেত্রীর এই পোস্টে অনুরাগীরা জানতে চেয়েছেন কবে দ্বিতীয় সন্তান ভূমিষ্ট হচ্ছে। 

Advertisment

২০২৫-এ ইয়ার এন্ড র‍্যাপ আপ শেয়ার করেছিলেন ইলিয়ানা। ক্যাপশনে লিখেছিলেন, ভালবাসা-শান্তি আর দয়ালু। আশা করি ২০২৫-এ এই জিনিসগুলো আরও বেশি করে জীবনে আসবে। তখনই এক নেটিজেন লেখেন, '২০২৫-এ দ্বিতীয় সন্তান আসছে?' অপর এক ব্যক্তি বলেন, 'ফের অন্তঃসত্ত্বা?' ২০২৩-এর ১ অগস্ট পুত্রসন্তানের জন্ম দেন অভিনেত্রী। ছেলের নাম রাখেন কোয়া ফিনিক্স ডোলান।

 বেবি বাম্পের ছবি শেয়ার করে এপ্রিলে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন ইলিয়ানা। তবে সন্তানের পিতৃ পরিচয় প্রথমে গোপন রেখেছিলেন। উল্লেখ্য, প্রথমবার মা হওয়ার প্রকাশ্যে আনার সময়ও বিয়ের কথাও গোপনই রেখেছিলেন ইলিয়ানা। প্রেগন্যান্সির অন্তিম পর্যায়ে ড্যাডি কুলের সঙ্গে পরিচয় করান বরফি খ্যাত অভিনেত্রী।  

অ্যান্ড্রু নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা ডি'ক্রুজ। সোশ্যাল মিডিয়ায় লাভিডাভি ছবিও ভাগ করে নিতেন অভিনেত্রী। ২০১৯ -এ আলাদা হয়  ইলিয়ানা ও অ্যান্ড্রুর পথ। এরপর তাঁর জীবনে আসেন মাইকেল ডোলান। নতুন বছরের গোড়াতে যে রিল শেয়ার করেছিলেন সেখানেই দুধ সাদা গাউনে ওয়েডিং ড্রেসের এক ঝলক দেখিয়েছিলেন তারকা মম ইলিয়ানা ডি'ক্রুজ। এখন দ্বিতীয় খুদের অপেক্ষায় ইলিয়ান ও মাইকেল।

bollywood movie Bollywood News bollywood actress Bollywood Couple Ileana Second