Advertisment

Iman Chakraborty: 'এবার আপনাকে যদি চুলের মুঠি ধরে...', ব্রায়ান অ্যাডামসের শোয়ে ইংরেজি গানে নাচ ইমনের, তাঁর প্রতিবাদ নিয়ে উঠল প্রশ্ন?

Iman Chakraborty on brayan Adams concert: কিছুদিন ধরেই ইমন চর্চায় রয়েছেন। কারণ, TCS রাজারহাট ক্যাম্পাসে শো করতে গিয়েই ইমনকে শুনতে হয়, বাংলা গান শুনব না, হিন্দি গান গাও।

author-image
Anurupa Chakraborty
New Update
iman- brayan adams

Iman trolled : ব্র্যায়ানের কনসার্টে নাচ ইমনের...

কলকাতায় এসে নিজের পারফরমেন্সের মাধ্যমে সকলকে মুগ্ধ করেছেন ব্র্যায়ন অ্যাডামস। তাঁর শোয়ে উপস্থিত ছিলেন টলিপাড়ার বেশিরভাগ। তাঁর মধ্যে ইমন চক্রবর্তী অন্যতম। গতকাল তাঁকে দেখা গিয়েছিল শিল্পীর কলকাতা কনসার্টে। তাঁকে নিয়ে, ফের আলোচনা শুরু হয়েছে।

Advertisment

কিছুদিন ধরেই ইমন চর্চায় রয়েছেন। কারণ, TCS রাজারহাট ক্যাম্পাসে শো করতে গিয়েই ইমনকে শুনতে হয়, বাংলা গান শুনব না, হিন্দি গান গাও। আর তাতেই শিল্পী প্রতিবাদ করে বলে ওঠেন, "বাংলায় থেকে বাংলা গান শুনবেন না, এটা হয় না। সব গান শোনো, কিন্তু যে রাজ্যে থাকছ, সেই গান গাওয়া যাবে না, এসব ভন্ডামি করবেন না।" এতে ইমন যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন। নিজের ভাষার পরিধি রক্ষা করতে যে শিল্পী সাহস দেখিয়েছেন তাতে তাঁকে নিয়ে গর্ববোধ করেছেন।

কিন্তু, গতকাল যেই ব্র্যায়ন অ্যাডামসের কনসার্টে গেলেন তিনি, এবং সেখানে গিয়ে ইংরেজি গানে কোমর দোলালেন, তারপরই তাঁকে নিয়ে আরও আলোচনা। শিল্পীর বাংলা গান নিয়ে কিছু বাঙালিই কটাক্ষ করেছেন। তাঁদের কথায়, উনি তো বাংলা গান গায়নি, তাহলে কেন এসব গান শুনে নাচছেন? শিল্পীকে কটাক্ষ করে তাঁরা বলছেন...

Advertisment

'আজকে ইনি ব্র‍্যায়ানকে বাংলা গান গাইতে বলেননি?' আবার কেউ বললেন, 'আহা বাংলা গান কেন গাইছেন না?' আবার কেউ বললেন, 'উনি কিন্তু বাংলায় এসে একটাও বাংলা গান না গেয়ে পয়সা কামিয়ে চলে গেলেন, আপনি তো প্রতিবাদ করলেন না।' আবার কেউ বললেন, 'এবার যদি কেউ আপনার চুলের মুঠি ধরে বের করে দিয়ে আসব বলে?' বাঙালিদের তরফে এহেন কথা শুনে বেশ অবাক হতে হয়।

যদিও কেউ কেউ ইমনকে সাপোর্ট পর্যন্ত করেছেন। তাঁদের কথায়, সারা রাজ্যে অশিক্ষিত মানুষে ভর্তি। আবার কেউ বললেন, পশ্চিমবাংলার শিক্ষিত অমানুষদের কমেন্টগুলো দেখছি। আবার কেউ বললেন আশ্চর্য কমেন্ট লোকজনের।

tollywood Iman Chakraborty tollywood news
Advertisment