রাত হলেই বন্ধুবান্ধবকে নিয়ে ব্যাডমিন্টন খেলতে যান ইমন। গতকাল রাতে সেখানেই ঘটেছে এই ঘটনা। ব্যাডমিন্টন খেলার পর, ফলের দোকান থেকে প্রতিদিনের মতোই ফল কিনতে গিয়েছিলেন। সেখানেই বসে থাকা অভিযুক্ত ক্রমাগতই কটূক্তি করেন তাঁকে। শুধু তাই নয়, নানান অঙ্গভঙ্গি করেন এবং বারবার নানান ফল নিয়ে কুরুচিকর মন্তব্য করতে থাকেন।
ঘটনা নজর এড়ায়নি ইমন এবং তাঁর পরিবারের। বেশ কিছুক্ষণ চুপ থাকলেও সেই অভিযুক্ত নিজের আচরণে লাগাম দিচ্ছিলেন না। ইমনের কথায়, "আমি গাড়িতে ওঠার পরেও এত খারাপ নজরে তাকিয়েছিলেন উনি। মানে চোখ দিয়ে গেলা বললেও কম হয়। একজন মেয়ে কিন্তু বুঝতে পারে কে এবং কীভাবে তাঁর দিকে নজর দিচ্ছে। আমার এত অস্বস্তি হচ্ছিল যে বলে বোঝানো যাবে না। আমি পুলিশের সাহায্য নিয়েছি, তাঁকে গ্রেফতার করেছে প্রশাসন"।
মেয়েদের অবশ্যই এসবের বিরুদ্ধে রুখে দাড়ানোর আর্জিই জানিয়েছেন ইমন। ট্রামে বাসে করে সকলেই ট্রাভেল করেন, তাই অবশ্যই নিজেদের সুরক্ষা নিজেদের করতে হবে বলেই দাবি করেছে ইমন। পুলিশি সূত্রের খবর, নিগ্রহ, শ্লীলতাহানি এবং হেনস্থার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছেন গায়িকা। সোশ্যাল মিডিয়ায় লাইভ হয়েই সম্পূর্ন ঘটনা জানিয়েছেন ইমন। এখন সবটাই ঠিক আছে। সকলেই সুস্থ আছেন এবং পুলিশের সাহায্য নিয়ে প্রশংসায় পঞ্চমুখ শিল্পী।
উল্লেখ্য, এর আগেও অনেকে মধ্যরাতে হেনস্থার শিকার হয়েছেন। নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। মাঝরাতে একেবারেই সুরক্ষিত নন মেয়েরা, আওয়াজ তুলছেন অনেকেই।