Iman chakraborty - Nilanjan Ghosh: ইমন এবং নীলাঞ্জনার ( Iman And Nilanjan ) সুখের সংসার, আর এই সংসারের মধ্যেই নাকি নিমিত্ত মাত্র নুন কাল হয়ে দাঁড়াল? মাঝরাতে ইমন বরের পরীক্ষা নিতে গেলেন এবং নীলাঞ্জন কি পাশ করলেন?
Advertisment
আসলে, আজকে ইমনের আইনি বিবাহ বার্ষিকী। বছর তিনেক আগে এইদিনেই তারা এক হয়েছিলেন আইনিভাবে। এই বিশেষ দিনের কথা ইমনের মনে থাকলেও নীলাঞ্জনের কি মনে ছিল? নাকি ভুলে মেরে দিয়েছিলেন? রাত হতেই ইমন চললেন খবর নিতে। তাঁর আগে, ক্যমেরার সামনে বললেন... "আজকের দিনে আমাদের বিয়ের রেজিস্ট্রি হয়েছিল। আমি সিওর নীলাঞ্জন মনে রাখেনি। তাও গিয়ে জিজ্ঞেস করি।"
নীলাঞ্জন উত্তর কী দিলেন? ( What was Nilanjan's Response )
অতঃপর, ইমন গেলেন বরের কাছে। মাথা চুলকাতে চুলকাতে তিনি নুনের বিজ্ঞাপন দেখা বন্ধ করে দিলেন। বউ হঠাৎ আজকের দিনে কী হয়েছিল প্রশ্ন করায় চোখ কপালে উঠে গেল সুরকারের। বেশ কিছুক্ষণ পর, তাঁর মগজাস্ত্র বলে উঠল আজকের তারিখ কী? ইমন নিজেও ছাড়ার পাত্রী না। বরকে একের পর এক প্রশ্ন করেই গেলেন। তারপর, নীলাঞ্জন বলে ওঠেন, ও হ্যাঁ! আজকের দিনে আমাদের ওই হয়েছিল, রেজিস্ট্রি।
এরপরই ইমন হেসে ওঠেন। তাঁকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান। দুজনে দুজনকে আদর করে চুমুও খেলেন। তারপরই শেষে যা নীলাঞ্জন বললেন.. তাঁর কথায়, "যাই নুনের বিজ্ঞাপনটা দেখি"। আর এই কথার রেশ ধরেই সেই ভিডিও ইমন আপলোড করলেন। লিখলেন...
"যাক, অনেক কষ্টে নুনের বিজ্ঞাপন ছেড়ে মাথা ঘামিয়ে ওনার মনে পড়েছে যে আজকে আমাদের তৃতীয় রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি, অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। অনেকটা ভালবাসা। সুস্থ থাকো, আমার হয়ে থাকো।"