/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/Iman-Chakraborty-2.jpg)
বিয়ের পর প্রথমবার জামাইষষ্ঠী বলে কথা, আদর-আপ্যায়ণ হবে না, তা আবার হয় নাকি! নীলাঞ্জন ঘোষের (Nilanjan Ghosh) ব্যাপার-স্যাপারও খানিক সেরকমই। সকাল সকাল সাজগোজ করে পৌঁছে গিয়েছেন ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) বাড়িতে। গায়িকার মা নেই। তাই বাবাই সব আয়োজন সেরেছেন। তবে জামাইষষ্ঠী নিয়ম পালনে উপস্থিত ছিলেন গায়িকার দুই মাসি। পারিবারিক সেই মুহূর্তের ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ইমন চক্রবর্তী।
খাওয়া-দাওয়া, আড্ডায় ভরপুর ইমন-নীলাঞ্জনের জামাইষষ্ঠী। ছবিও তুলেছেন গুছিয়ে। আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন যে, খুব সাজবেন। তবে নিজে হাতেই। ছবিতেও ধরা পড়ল গায়িকার জামাইষষ্ঠী স্পেশ্যাল সাজ। লাল-পাড় সাদা শাড়ি বেছে নিয়েছিলেন তিনি। নতুন জামাই নীলাঞ্জনকে দেখা গেল পাঞ্জাবী পরনে।
<আরও পড়ুন: Raj-Subhashree: ‘গর্বিত স্ত্রী’, রাজ চক্রবর্তীর মানবসেবায় আপ্লুত শুভশ্রী>
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/i.jpg)
ভূড়িভোজের আয়োজনও এলাহি। বাড়িতেই সব রান্না হয়েছে। ছবিতে দেখা গেল রকমারি পদ সাজানো থালায়। সামনে বসে রয়েছেন তারকা-জুটি। ইমন, নীলাঞ্জনের কেউই মাংস খেতে সেরকম পছন্দ করেন না। তাই মাছের পদের আধিক্যই বেশি। কাঁসার থালায় সাজানো ৫ রকমের ভাজা, পোলাও, মাছের কালিয়া, মাটন কারি, শেষপাতে আমের চাটনী, ফল … কী নেই! গায়িকার শেয়ার করা ছবিতেই দেখা গেল বাবার মুখে সস্নেহে তাঁকে খাবার তুলে দিতে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন