EXCLUSIVE- Iman On Digha Jagannath temple: জগতের যিনি নাথ, যিনি অনিমিষ, যিনি অপলক দৃষ্টিতে তাঁর ভক্তদের দিকে তাকিয়ে থাকেন, তিনি জগন্নাথ। নীলমাধব জগতের সর্বত্র বিচরণ করেন। পুরী তাঁর স্থান হলেও তিনি বাস করেন তাঁর ভক্তদের মনেও। আর আগামীকাল বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দিরে দেবমূর্তির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। দীঘর সমুদ্র সৈকতে এবার জগন্নাথ অধিষ্ঠান করতে চলেছেন। সারা বাংলা জুড়ে মানুষের যেন আনন্দের শেষ নেই। আর জগন্নাথ ভক্ত ইমন চক্রবর্তী? তিনি উদ্বেলিত।
গায়িকা, নিজের বাড়িতে জগন্নাথের আরাধনা করেন। এমনকি বিদেশে গেলেও তাঁকে সঙ্গে করে নিয়ে যান। জগন্নাথের কৃপা তাঁর ওপর সবসময় থাকে। তাই তো, আগামীকালের অনুষ্ঠান নিয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত। গায়িকার সন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করলে, তিনি জানান নানা কথা। কী চাইছিলেন? কেমন কী আশা করছেন, সবটাই।
গায়িকা উচ্ছ্বসিত কন্ঠে বলেন, "আমি খুব আনন্দিত। এবং মুখ্যমন্ত্রী নিজে আমায় আমন্ত্রণ জানিয়েছেন। বোধহয় আমি যাচ্ছি। আমায় একটি শোয়ের জন্য বলা হয়েছে। তাঁর আমন্ত্রণ পেয়ে খুব খুশি আমি। আমি আসলে না মনে মনে বলছিলাম ঠাকুরকে, যে দেখো! যেন তোমার থেকে ডাকটা পাই। সত্যিই ভাল লাগছে। জগন্নাথ না টানলে যাওয়া হয় না। আমি বিশ্বাস করি উনি আছেন। আর উনি চেয়েছেন বলেই দীঘায় এত সুন্দর একটা মন্দির হয়েছে। ভাল লাগছে।"
জগন্নাথ পুরীর অভিভাবক। তাঁর বাস সেখানে। নীলমাধব যেন পুরী থেকেই কৃপা করছেন সমস্ত ভক্তদের ওপর। তাঁকে নিয়েই উৎসব হয় সর্বত্র। কথায় বলে, শ্রীকৃষ্ণের হৃদয় বাস করে নীলমাধবের মধ্যে। আর এই প্রসঙ্গেই ইমন বললেন, "পুরী উনার বাড়ি, সেখানে উনার অধিষ্ঠান। উনি সেখানে থাকেন। তাঁর সঙ্গে অন্য কিছুই তুলনা হয় না। আমার বিশ্বাস আমার বাড়িতে যে জগন্নাথ আছেন, সেখানেও তিনি আছেন। আর দীঘা যেখানে মানুষ আনন্দ করতে ঘুরতে যান, সেখানে আরও বারবার যাওয়ার একটা উপলক্ষ হল। এই প্রয়াস খুব সুন্দর। দিদি, যা সুন্দর একটি মন্দির তৈরি করলেন, আমি মন থেকে পাশে আছি।"
পুরীর মহাপ্রসাদ জগৎ বিখ্যাত। ঈশ্বর যেন নিজে সেই প্রসাদ গ্রহণ করে তাঁর ভক্তদের জন্য বাকিটা রেখে দেন। পায়েস থেকে মালপোয়া এমনকি জগন্নাথের প্রিয় ছেনাপড়া, ভোগ কিংবা মহাপ্রসাদের মাহাত্ম্যের কথা বারবার শোনা যায়। ইমন বললেন, "আমি মুখিয়ে আছি, জগন্নাথকে এখানে কী বিশেষ ভোগ দেওয়া হবে সেটি দেখতে। তাঁকে ভালবেসে কী দেওয়া হয়, আমি সেই অপেক্ষাতেই আছি।"