Iman Chakraborty Exclusive: নীলাঞ্জনের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ? গায়িকার গায়ে হাত তুলেছেন? ইমন বললেন, '৪ বছরের বিয়েতে..'

নীলাঞ্জন বাংলা সঙ্গীত জগতের জনপ্রিয় মুখ। ইমনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে থেকেই তিনি সুরকার হিসেবে জনপ্রিয়তা পান। কিন্তু শেষ কিছুদিনে তাঁকে নিয়ে যা রটছে, সেসব কি আসলেই সত্যি?

নীলাঞ্জন বাংলা সঙ্গীত জগতের জনপ্রিয় মুখ। ইমনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে থেকেই তিনি সুরকার হিসেবে জনপ্রিয়তা পান। কিন্তু শেষ কিছুদিনে তাঁকে নিয়ে যা রটছে, সেসব কি আসলেই সত্যি?

author-image
Anurupa Chakraborty
New Update
iman

যা যা শোনালেন ইমন...

তারকাদের নিয়ে যা ইচ্ছে তাই রটে! সে তারকা বলে কি তাঁর কোনও ব্যক্তিগত জীবন নেই? নাকি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে যে যখন খুশি, যা খুশি তাই রটাতে পারে? জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরণের আলোচনা চলছে শেষ কিছু দিনে। তাঁর স্বামী নীলাঞ্জন নাকি তাঁকে শারীরিক অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছেন? 

Advertisment

নীলাঞ্জন বাংলা সঙ্গীত জগতের জনপ্রিয় মুখ। ইমনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে থেকেই তিনি সুরকার হিসেবে জনপ্রিয়তা পান। কিন্তু শেষ কিছুদিনে তাঁকে নিয়ে যা রটছে, সেসব কি আসলেই সত্যি? ইমনের সঙ্গে কি এহেন কাণ্ড করেছেন নীলাঞ্জন? কানাঘুষো শোনা যাচ্ছে, ইমনের বাবা নাকি এই খবরে বেশ ভেঙে পড়েছেন। কিন্তু.. গায়িকার সঙ্গে যোগাযোগ করেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। 

রবিবাসরীয় আসরে ইমন জানালেন আসল খবর। তিনি বলছেন, আমার বাবা এই খবরটা শুনে একেবারেই ভেঙে পড়েননি, কারণ উনি জানেন নীলাঞ্জনকে। আর উনি খুব অবাক হয়েছেন। আমায় জিজ্ঞেস করছেন এসব কী? কিন্তু কী ঘটেছে আসলে? গায়িকা বললেন... 

Advertisment

"আমি মেখলার একটা পডকাস্টে বলেছিলাম, আমার গানের স্যার ছোটবেলায় গান শেখাতে এসে আমায় মারত আর অর্ধেক দিন আমায় বাড়ি থেকে বের করে দিত। এবার সেই অসাধারণ পোর্টাল এই নিউজ বানিয়েছে। এত অসাধারণ সাংবাদিকতা। রইল বাকি নীলাঞ্জনের কথা, এরকম একজন ভগবান তুল্য মানুষ হয় না। আমাদের ৪ বছরের বিবাহিত জীবনে ঝগড়া-অশান্তি পর্যন্ত হয়নি। এটাই তো আমাদের বিয়ের একটা অনন্য দিক। আমি এবং আমরা নীলাঞ্জনকে নিয়ে এসব ভাবতেই পারি না।" 

বর্তমানে সাংবাদিকতার মান কমে গিয়েছে বলেই ইমন দাবি করেন। তাঁর মতে এখনও যদি এই নিয়ে আওয়াজ না তোলা হয়, তবে খুব বিপদ। 

tollywood Iman Chakraborty