/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/iman.jpg)
ইমন-স্বস্তিকা
দুই প্রাক্তনের যুগলবন্দী! এও হয়..? টলিপাড়ায় যেন সবই সম্ভব। বর্তমান প্রেমিকা প্রাক্তন হতেই হাত মেলালেন তাঁরা। প্রসঙ্গে ইমন চক্রবর্তী এবং স্বস্তিকা দত্ত।
দুজনেই একটি নির্দিষ্ট কারণে একে অপরের সঙ্গে সম্পর্কিত। একথা কারওর অজানা নয়, যে সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই সম্পর্কে ছিলেন দুজনে। ইমন এখন নতুন সংসার পাতলেও স্বস্তিকার সঙ্গে শোভনের ব্রেকআপ হয়েছে বেশিদিন হয়নি। বেশকিছু সময় চুপ থাকলেও এখন প্রকাশ্যেই সে কথা জানাচ্ছেন স্বস্তিকা। কিন্তু দুই প্রাক্তন মিলে কী কান্ড ঘটিয়েছেন?
বর্তমানে স্বস্তিকা ব্যস্ত ফাটাফাটি ছবি নিয়ে। গতকাল রিলিজ করেছে এই ছবি। কিন্তু ইমন স্বস্তিকা দুইয়ে মিলে এক ছবি আপলোড করছেন সোশ্যাল মিডিয়ায়। যাতে করে বিরাট শোরগোল। দুই প্রাক্তন একসঙ্গে! কিন্তু দুজনের মুখেই হাসি। ইমন এই ছবি আপলোড করে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, "চলো! টাটা... স্বস্তিকা এবার কী হবে?" যদিও খুব সামান্য ছবিটির ক্যাপশন। কিন্তু অনুরাগীদের দুইয়ে দুইয়ে চার করতে একটুও দেরি হল না।
নিজেদের মত করেই সাজিয়ে নিয়েছেন তাঁরা পরিস্থিতি। কেউ বলছেন, শোভনীয় পরিবেশ। আবার কেউ বলছেন, মেয়েরা সব পারে। আবার কারওর কথায়, যা হয় সব মঙ্গলের জন্যই হয়। আবার, কেউ বাৎলে দিলেন এবার স্বস্তিকার বিয়ে হবে আর শোভনের জীবনে নতুন কেউ আসবে। তবে, সকলেই ইমনের এই স্পিরিট বেশ উপভোগ করেছেন। শিল্পীকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।