Advertisment

'আর বিলম্ব নয়!' মা হতে চলেছেন ইমন চক্রবর্তী? খবর চাউর হতেই শিল্পী বললেন...

বিয়ের বছর তিনেক পর কি সিদ্ধান্ত নিয়েই ফেললেন তিনি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
iman chakraborty, iman chakraborty live shows, iman chakraborty news, iman chakraborty songs, iman chakraborty pregnent?, iman chakraborty tollywood, iman chakraborty saregamapa, ইমন চক্রবর্তী, মা হতে চলেছেন ইমন?, ie bangla entertainment news, আজকের বিনোদন, বিনোদনের খবর, latest entertainment news, entertainment news

মা হতে চলেছেন ইমন?

সঙ্গীতশিল্পী ইমন নাকি মা হতে চলেছেন! খুশির খবর শিল্পীর পরিবারে? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। তারপরই শুভেচ্ছার বন্যা। কিন্তু...

Advertisment

বিয়ে হয়েছে প্রায় বছর দুয়েক হল, সন্তান না আসার কোনও ব্যাপার নেই। তাহলে কি সুখবর শোনাতে চলেছেন ইমন? গতকাল রাতেই ফেসবুকে শুধু এটুকু লিখেছিলেন, আর বিলম্ব না না। ব্যাস, তারপরই খবর রটে গেল তিনি নাকি মা হতে চলেছেন। আর দেরি করতে নারাজ। আসল কথা বোঝার আগেই তাঁর ভক্তরা উচ্ছাস প্রকাশ করলেন। কেউ বললেন, তোমার সংসারে জগন্নাথ আসুক, আবার কেউ বললেন, ভাল থাকো। অভিনেত্রীর শুভ কামনা করে, নানা মানুষ নানা কথা বলেছেন। কিন্তু ইমন!

আরও পড়ুন < চরম স্বার্থপর! কাজ হাসিল করতে মাকে মেরে ফেলতেও দুবার ভাবেননি অভিনেত্রী রূপসা? >

ঘটনার রেশ যে এতদূর চলে যাবে যেন ভাবতেই পারেন নি তিনি। সকাল হতেই যখন হুশ ফিরল তখন নিজের ভুল শুধরাতে আবার একটি পোস্ট করলেন। কী লিখলেন তিনি? তাঁর কথায়...

"বন্ধুরা, আমি গানের কথা বলেছিলাম। অন্য কোনও খবর না। সুখবর দেওয়ার হলে আমরা নিজেরাই আপনাকে দেব। দয়া করে অন্য কিছু ভাববেন না।" সন্তান চান অবশ্যই, তবে এখনও উপযুক্ত সময় আসেনি বলেই জানিয়েছেন শিল্পী। কেরিয়ারে এখন শুধুই সাফল্য, সিনেমা থেকে ধারাবাহিকের গান, ইমন এর ব্যস্ততা এখন তুঙ্গে। নতুন গান রিলিজের অপেক্ষায় শিল্পী।

tollywood Entertainment News
Advertisment