গাইয়ে হোক অথবা অভিনেতা তাঁকে নিয়ে বিচার বিবেচনা করা লেগেই থাকে। কিন্তু, তাঁর নিজস্ব দক্ষতা বাদ দিয়ে, ব্যাক্তিগত বিষয়ে চর্চা - অনেকেই পছন্দ করেন না। তেমনই একজন ইমন চক্রবর্তী।
শিল্পী ইমন চক্রবর্তীকে নিয়ে নানা বিষয়ে আলোচনা হয়েই থাকে। কিন্তু, ব্যাক্তিগত কারণে তাঁকে বিচার করা হবে সেটি একেবারেই তিনি পছন্দ করেন না। গাইয়েকে বিচার করা হবে তাঁর গান দিয়ে। আর কিছু দিয়ে নয়। লিলুয়ায় বড় হয়ে ওঠা ইমনের। ইন্ডাস্ট্রিতে শুরুটা খুব একটা সহজে হয়নি, কিন্তু অল্পদিনেই তাঁর গান মন ছুঁয়ে গিয়েছে সকলের। শিল্পীকে মাঝেমধ্যেই তাঁর পোশাক কিংবা নাচ অথবা ব্রণ, মুখের দাগ নিয়ে কটাক্ষ করা হয়।
আরও পড়ুন < শুটিং ফ্লোরেই চূড়ান্ত মনোমালিন্য! সোহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, সিরিজ ছাড়লেন তৃণা? >
ইমন একটি পডকাস্ট অনুষ্ঠানে বলেন, "আমায় কেউ যদি বিচার করে সে যেন গান দিয়ে বিচার করে। যে ইমন খারাপ গায় নাকি ভাল গায়, আমি খারাপ গাইলে আমায় লাথি মেরে বের করে দিক। কিন্তু, বাকিরা আমায় অন্যকারণে বিচার করতে পারে না। আমি মফস্বলের মেয়ে বলে, বা আমি বাংলা মিডিয়ামে পড়েছি বলে, অথবা আমার মুখে ব্রণ আছে বলে... এগুলো আমায় বিচার করার বিষয় না। বরং এগুলো আমার একেকটা শক্তি। আমার এই দুনিয়ায় বেচেঁ থাকার স্বত্ব।"
উল্লেখ্য, কিছুদিন আগেই ইমনের একটি গানের খাতিরে লোকজন ভুল ভেবে বসেছিলেন। শিরোনামে ছিলেন গায়িকা। ইমন নাকি মা হচ্ছেন, এই খবরে তোলপাড় পরে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু, তিনি পরে সেই ভুল শুধরেও দেন। গান গেয়েই মন জয় করে চলেছেন তিনি।