Advertisment

অ্যাওয়ার্ড এর একটুও লোভ নেই, ফলের আশা না করেই দিন কাটাচ্ছেন ইমন?

আশা হারিয়েছেন শিল্পী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
iman chakraborty files complain against sexual harrasment

ইমন চক্রবর্তী

কথায় বলে, কাজ করে যাও কিন্তু ফলের আশা করবেন না। কিন্তু, মানুষের জীবনে কি সেটা আদৌ সম্ভব? ফল না পেলে কি মানুষের মনে কাজ করার ইচ্ছে থাকে? ইমন চক্রবর্তী এই প্রসঙ্গে বলছেন...

Advertisment

তিনি, ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম নাম। ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কার! কিন্তু ইমনের নাকি পুরস্কারের লোভ নেই। কাজ করতেই নাকি তিনি ভালবাসেন। কিন্তু ফলের আশা করেন না। শিল্পী জানিয়ে দিলেন, যদি কেউ  ফলের আশা করেই কাজ করে তবে বেশ মুশকিল...

সহজ ভাষায় সত্যি বলতেই তাঁকে শোনা যায়। তাই এবারও, এমন কিছু বলেন যা বেশ অনুপ্রেরণা যোগায়। জোশ টক এর মঞ্চে শিল্পীর কথায়.. কোনও শিল্পিসুলোভ কাজ করতে গেলে আর যাই হোক অতিরিক্ত আশা রাখলে চলে না। এই যেমন আমি যদি একটা গান এই ভেবে গাই যে, এরজন্য আমি দশটা পুরস্কার পাব তাহলে সেটা সম্ভব না। এক্সপেকটেশন রেখে কোনও কাজ করলে সেটা ভাল হবে না। লোভ জিনিসটা খুব খারাপ।

কেরিয়ারের শুরুতেই ইমন জাতীয় পুরস্কারে সম্মানিত হন। তারপর পেয়েছেন একাধিক পুরস্কার। কখনও বিতর্ক থেকেছেন আবার কখনও সমাজের কঠিন দিক আঙ্গুল দিয়ে দেখিয়েছেন।

tollywood Iman Chakraborty Entertainment News
Advertisment