/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/iman.jpg)
গতকাল প্রেসার বাড়ছিল ইমনের...
গতকাল ঠিক যখন রাত গভীর হচ্ছে, নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম বেশিরভাগ ভারতীয়ের। তাঁর কারণ একটাই, ম্যাচের পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যেন হাতের বাইরে চলে যাচ্ছিল সবটাই।
কিন্তু রোহিত বাহিনী প্রটিয়া বধ করল। দীর্ঘশ্বাস ফেলল ভারতের জনগণ। তাঁর মধ্যে অবশ্যই একজন ইমন চক্রবর্তী। কাল রাতে ঘুম হয়নি সারা দেশের। ইমন নিজেও জেগে ছিলেন পরিবারের সঙ্গে। আশা করে ছিলেন বিজয়ের। কিন্তু মনের অবস্থা ছিল দেখার মত। কালকের সেই ক্রুশিয়াল মুহূর্তের ভিডিও নিজেই শেয়ার করলেন গায়িকা।
আর পাঁচজনের মতোই, ইমনের অধৈর্য ছিল দেখার মত। তাঁকে বলতে শোনা গেল, প্রেসার বেড়ে যাচ্ছে। প্রেসার বাড়ছে। এমনকি তাঁর ভাই তো ভয়ের চোটে বাড়ির নিচে গিয়ে দাঁড়িয়ে রইলেন। একটা করে চার, আর গায়িকার মনের অবস্থা বেহাল। এমনকি, সকলের পাশাপাশি ইমনেরও মাথা নস্ট।
এমনকি, ফোন আসলেও সেটা কেটে দিতে বাধ্য হলেন তিনি। অত্যন্ত বিরক্ত হতেই দেখা গেল তাঁকে। সোজাসুজি বলে দিলেন, "ফোন আসলে কেটে দে, আর টেপাটিপি বন্ধ কর তো" । কিন্তু শেষ মুহূর্ত অবধি কেউ আশা ছাড়েননি। শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার বোলিং ম্যাচ ফিরিয়ে দিল। তারপরই বাঁধনছাড়া উল্লাস সকলের।
উল্লেখ্য, গোটা দেশ জুড়ে শুধুই সেলিব্রেশন হচ্ছে। নানা প্রান্তে রায় বিরেতে মানুষের সমাগম কালকের জয়ে আলাদা উৎসব সৃষ্টি করেছে। আতশবাজি থেকে দেশের মানুষের উল্লাস সবটাই যেন ছিল দেখার মত। বাদ পড়েননি তারকারাও।