Advertisment

Iman Chakraborty: সুদূর বিদেশে ট্রলিব্যাগ-ই জগন্নাথের রথ, ইমন চক্রবর্তী যেভাবে মহাপ্রভুর আরাধনা করলেন…

Iman Chakraborty - Jagannath Puja: বিদেশে কনসার্টে রয়েছেন ইমন। সেখানেই তাঁর ভিন্ন জগন্নাথ পুজো দেখল গোটা বাংলা। সারেগামাপার দায়িত্ব সামলে এবার তিনি বিদেশে প্রোগ্রাম করতে ব্যস্ত। কিন্তু, সেখানে গিয়েও যেন শান্তি নেই তাঁর। জগন্নাথের সেবা করবেন না সেও আবার হয় নাকি? ইমন ছোট্ট একটি জগন্নাথের মূর্তিতে চন্দন শৃঙ্গার করেই যেন উদযাপন করলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ইমন চক্রবর্তী, জগন্নাথ পুজো, iman Chakraborty, iman Chakraborty jagannath pujo, iman Chakraborty update, lord jagannath, iman Chakraborty songs

দেখুন ইমনের জগন্নাথ আরাধনা...

জগন্নাথ তো সর্বত্র বিরাজমান। তাঁর আবার প্রমাণ দিলেন ইমন চক্রবর্তী। গায়িকা নিজের বাড়িতেই এতদিন ধরে মহা আড়ম্বরে করে এসেছেন নীলমাধব আরাধনা। তবে এবার তিনি বাড়ির বাইরে...

Advertisment

বিদেশে কনসার্টে রয়েছেন ইমন। সেখানেই তাঁর ভিন্ন জগন্নাথ পুজো দেখল গোটা বাংলা। সারেগামাপার দায়িত্ব সামলে এবার তিনি বিদেশে প্রোগ্রাম করতে ব্যস্ত। কিন্তু, সেখানে গিয়েও যেন শান্তি নেই তাঁর। জগন্নাথের সেবা করবেন না সেও আবার হয় নাকি? ইমন ছোট্ট একটি জগন্নাথের মূর্তিতে চন্দন শৃঙ্গার করেই যেন উদযাপন করলেন।

তাঁকে আসনে বসিয়ে, স্নান করিয়ে সঙ্গে ছিল ফলের আয়োজন। জগন্নাথ সেবায় নিজেকে নিয়োজিত করলেন ইমন। আগের বছরও নিজের বাড়িতে বিরাট উৎসব করেছিলেন তিনি। আর এবার বিদেশে। গায়িকা, সেই ভিডিও শেয়ার করে লিখলেন, দেশ থেকে হয়তো দূরে আছি, কিন্তু দেশের ঐতিহ্য থেকে নয়। বাড়ি থেকে কয়েকশো মাইল দূরে অনেক দুঃখের মাঝেই জগন্নাথের পুজো করলাম। দিনশেষে এটাই যেন আনন্দ। শুধু যে নীলমাধবকে স্নান করালেন, তাঁর পুজো করলেন এমনটা নয়। বরং, তাঁর রথ হিসেবে কাজে লাগালেন ট্রলি ব্যাগকে। মহাপ্রভু বিদেশের রাস্তায় ঘুরু ঘুরু করলেন ইমনের ট্রলি চড়েই।

আরও পড়ুন - Rukmini Moitra: মায়াপুর ইস্কনে বড় হয়েছেন ‘কৃষ্ণপ্রেমী’ রুক্মিণী, তাঁর নাম রাখার নেপথ্যেও রয়েছে মস্ত বড় ইতিহাস!

ইমন ভীষণ ভক্তিতে বিশ্বাসী। ঈশ্বরের প্রতি তাঁর অগাধ বিশ্বাস। একদিকে যেমন তিনি বসন্ত উৎসবের আয়োজন করেন। তেমনই তাঁকে পাশাপশি দেখা যায় হাওড়ার বিখ্যাত শিতলা মায়ের মন্দিরেও প্রতিবার তিনি যান। এবার সেখানে গিয়ে তিনি যে গান গেয়েছেন, তাতে নিজেই যেন চমকে উঠলেন। গায়িকা নিজেই জানতেন না...

একবার, এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন মায়ের মন্দিরে গিয়ে তিনি যে এত ভক্তিমূলক গান গাইতে পারেন সেটা তিনি নিজেই জানতেন না। তাঁর পাশাপশি এও বলেন, আমি কত গান যে সেদিন নিজের মন থেকে গেয়েছি জানিও না। হঠাৎ হঠাৎ করে, যে গান কোনোদিন গাইনি, সেটাও গাইতে শুরু করেছি। ইমনের লোকসঙ্গীত কিংবা বাউলের সম্ভার দেখার মত, কিন্তু তিনি যে ভক্তিগীতি দারুণ গান, সেকথা সেদিন প্রমাণিত হয়।

উল্লেখ্য, শোয়ের বিচারক হওয়ার পাশাপশি ইমন একজন দক্ষ পারফর্মার। কথায় বলে, এখন নাকি ইমন চক্রবর্তী ছাড়া বাংলায় কোনও সিনেমা হয় না। সেটাই কিন্তু দেখার।

tollywood Iman Chakraborty Entertainment News
Advertisment