Advertisment
Presenting Partner
Desktop GIF

শোয়ের পর ইমনের হাত ধরে চরম 'দুঃখপ্রকাশ' খুদের, তারপর? শিল্পী যা করলেন…

খুদে অনুরাগীর দুঃখে কী করলেন ইমন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
tollywood express entertainment news, indian express latest news iman chakraborty, iman chakraborty live shows, iman chakraborty news, iman chakraborty songs, iman chakraborty pregnent?, iman chakraborty tollywood, iman chakraborty saregamapa, ইমন চক্রবর্তী, মা হতে চলেছেন ইমন?, ie bangla entertainment news, আজকের বিনোদন, বিনোদনের খবর, latest entertainment news, entertainment news

ইমনের মন রাখার পালা

গান মানুষের ভাললাগার এক অন্যতম বিষয়বস্তু। একটা গান যেমন মানুষকে প্রেমে পড়তে বাধ্য করে, তেমনই একটা গান তাঁকে বাধ্য করে রাতের পর রাত বালিশ ভিজিয়ে দিতে। এবং এর থেকে বেশি আনন্দের বোধহয় একজন শিল্পীর কাছে কিছুই হয় না, যে তাঁর একটি গান মানুষের মনে এতটাই দাগ কেটে যায় যে নির্দিষ্ট একটি দিনে এই গান শুনতে না পেলেও চোখে জল আসে।

Advertisment

এমনই এক ঘটনা ঘটেছে ইমনের সঙ্গে। ইমন চক্রবর্তীর গান শুনে সুদূর বিদেশে ঘুম আসে এই খুদের। এই ঘটনার পরেই আরেক খুদে কেঁদে কেটে একাকার! কারণ? ইমনের গলায় অর্ধাঙ্গিনী ছবির আলাদা আলাদা সব গানটা শুনতে পায়নি তাই। শো করছিলেন ইমন। সেদিনের অনুষ্ঠানে গাওয়া হয়ে ওঠেনি এই গানটা। ওমনি কান্না-কাটি। অনুষ্ঠান শেষে সোজা হাজির ইমনের ঘরে। তারপর?

আরও পড়ুন < ‘আর বিলম্ব নয়!’ মা হতে চলেছেন ইমন চক্রবর্তী? খবর চাউর হতেই শিল্পী বললেন… >

সেই খুদে ইমনের হাত ধরে বলতে লাগল, "তোমার আলাদা আলাদা গানটি আজকে শুনতে পাইনি বলে আমার খুব দুঃখ হয়েছে"। এইকথা শুনেই ইমন নিজেও থামতে পারলেন না। তাঁর জন্য গেয়ে উঠলেন গানটি। কিছুক্ষণ পরেই ইমনের সঙ্গে গলা মেলালেন সেই পুঁচকেও। সবশেষে, হাততালি দিলেন সকলে। সেই ছোট্ট অনুরাগীর সঙ্গে বেজায় খুশি ইমন নিজেও।

মিষ্টি এই মুহূর্তের ছবি ইমন ক্যামেরাবন্দি করেছেন। শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। লিখলেন, আমি গানটি গাওয়ার পর ও যেভাবে হাসল আমার এতেই মন ভরে গিয়েছে। এটাই সঙ্গীতের ক্ষমতা এবং জোর। সকলকে ধন্যবাদ, যারা আমায় এই গানটি গাওয়ার সুযোগ দিয়েছেন।

tollywood Iman Chakraborty Entertainment News
Advertisment