New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/iman.jpg)
Iman news- কী কাণ্ড করলেন ইমন? ছবি- Instagram
Tollywood: কী এমন কাণ্ড করলেন ইমন, যে এই অবস্থা!
Iman news- কী কাণ্ড করলেন ইমন? ছবি- Instagram
Iman Chakraborty: এ আবার কী কান্ড! ইমন চক্রবর্তী কী এমন করতে গিয়ে ধরা পড়লেন? লজ্জায় পড়ে গেলেন শিল্পী নিজেই। নিজেই প্রকাশ্যে জানালেন কী এমন করছিলেন তিনি।
একের পর এক হিট গান। ইমন চক্রবর্তী নিজের গানের পাশাপাশি ঠোঁটকাটা মন্তব্যের জন্যও বেশ জনপ্রিয় তিনি। সোজা কথা সহজভাবে বলতেই ভালবাসেন। স্টেজ শো করতে গিয়েও দর্শককে আসনে বসতে দেননা। বেশ কিছুদিন ধরে নিজের ভিডিওর জন্য চর্চায় ছিলেন। দর্শককে উপহার দিচ্ছিলেন মজার মজার ভিডিও। আর এবার, তাঁর কান্ড কীর্তিতে...
নিজের ব্যক্তিগত কাজ করতেও শান্তি নেই। নেহাত একটি খাওয়াদাওয়া করছিলেন তাই বলে কেউ ছবি তুলে নেবে। ইমন, এর আগেও দিদি নম্বর ওয়ানে জানিয়েছিলেন তিনি যোগ ব্যায়াম করেন। এমনকি এক চামচ ভাত বেশি নিলেও তাঁর স্বামী তাঁকে খোঁটা দেন। আর এবার, নিজের মনে করেই শান্তিতে খাচ্ছিলেন তিনি। ব্যস! ওমনি ক্যামেরাবন্দি ইমন।
আরও পড়ুন - Shah Rukh Khan: ধার করতে গিয়েছিলেন ১০০ টাকা, দু-বছর সেই বাড়ি থেকে রেহাই পাননি শাহরুখ!
খিদে পাওয়া তো অপরাধ না। টিফিন বক্স খুলে নেহাত একটি মিষ্টিই খাচ্ছিলেন তিনি। খাওয়াদাওয়ার সময় তো আর এক্সপ্রেশন দেওয়া সম্ভব না। ইমন নিজেই এই ছবি শেয়ার করলেন। তাতে লিখলেন, ধরা পড়ে গেলাম। সঙ্গে কান্নার ইমোজিও জুড়েছেন বেশ কটা। স্বাভাবিক! দিব্যি বড় হাঁ করে একটু খাওয়াদাওয়া করছিলেন তাতেও শান্তি নেই?
প্রসঙ্গত, ইমন চক্রবর্তী মানেই অন্যরকম কিছু। বিশেষ করে সেন্টিমেন্টাল ছবির কী একখান গান বানাইসে গেয়ে দিব্যি চর্চায় ছিলেন তিনি। খবর এমনই, নারীদিবস উপলক্ষে ইমন থাকছেন ত্রিমূর্তি নামক একটি অনুষ্ঠানে।