তিনি ইন্ডাস্ট্রির খুদ গুরু নামে পরিচিত। করণ জোহর মানেই বিতর্ক! পরিচালকের শো গসিপ তৈরির আঁতুড়ঘর। কোনও তারকা স্ব ইচ্ছায় সেখানে যান। আবার কেউ কেউ, রীতিমতো বলপূর্বক। কেউ কেউ তো প্রতি সিজনে হাজিরা দেন। কিন্তু..
Advertisment
সে দোষ বছর আগের কথা। করণ তখন সবে সবে শো শুরু করেছেন। বলিউডের কিসিং কিং ইমরান হাশমি উপস্থিত ছিলেন সেই শোয়ে। যদিও, তারপর আর কোনও সিজনেই তাঁকে দেখা যায়নি। বরং বিতর্ক এড়াতেই নাকি দূরে থেকেছেন, এমনটাই জানিয়েছেন তিনি। ইমরানের কথায়..
করণের শো থেকেই তাঁর প্রচুর শত্রু হয়েছে। শুধু তাই নয়, এমন কিছু শত্রুতা যা শুরু হওয়ার দরকার পর্যন্ত ছিল না। এখনও যদি সেখানে যান তবে শত্রু ছাড়া কিছুই তৈরি হবে না। বর্তমানে টাইগার থ্রি ছবিতে তিনি দারুণ প্রশংসা পেয়েছেন। সেই উপলক্ষেই ইমরান বলেন...
"কফি উইথ করণ শোয়ে আমি এক মন্তব্য করেছিলাম যে ঐশ্বর্য্যর নাম শুনলেই প্লাস্টিক মনে আসে। তারপর থেকে আমার ইন্ডাস্ট্রিতে শত্রুর অভাব হয়নি। এমনকি, যাদের সঙ্গে আমার অশান্তি ছিল না তাদের সঙ্গেও একই হয়েছে। আমি একেবারেই অভিনেত্রীকে নিয়ে খারাপ কিছু মন্তব্য করতে চাইনি। আমি উনার একজন বড় ভক্ত। কিন্তু, তারপর থেকে অনেক কিছুই পাল্টে গেল।"
একথা, অস্বীকার করার নয় যে, করণের শোকে অনেকেই কলেশ শো বলেন। অর্থাৎ এখান থেকেই যত ঝগড়ার উৎপত্তি। ইমরান এও বলেন.. "আমি যদি এখনও যাই তাহলেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারব না। হ্যাম্পর জিততে রেপিড ফায়ারে ঝড় তুলবই। কিছু করার নেই। আবার বিতর্ক শুরু হবে।" একারণেই কি তবে তিনি দূরে থাকেন? যদিও সেকথা পরিষ্কার করে জানাননি।
অভিনেতা টাইগার থ্রি ছবিতে যেধরণের অভিনয় করেছেন সেটা প্রশংসার যোগ্য। এমনকি ভক্তরাও তাঁকে দেখে মুগ্ধ। সলমনের ছবিতে একজন হেভিওয়েট তারকার উপস্থিতি সকলকে মুগ্ধ করেছে।