লায়লা-মজনুর লোককথার ওপর তৈরি ছবি 'লায়লা-মজনু' প্রযোজনা করার পর এবার রাধা-কৃষ্ণের শাশ্বত প্রেমকাহিনি নিয়ে ছবি পরিচালনা করতে চলেছেন ইমতিয়াজ আলি। এই প্রজেক্ট নিয়ে কথা বলতে গিয়ে ইমতিয়াজ বলেন, ''রাধা-কৃষ্ণের শাশ্বত প্রেমের গল্প কল্পনা করতে আমার চিরকালই ভাল লাগে। ভারতীয় লোককথায় আর কোনও প্রেমগাথা নেই যেখানে গল্পতে এতবেশি ব্যক্তিগত ও মহাকাব্যিক মাত্রা রয়েছে। রাধা-কৃষ্ণের জগতে পা দেওয়া আমার স্বপ্ন''। শুধু পরিচালনাই এই ছবি সহ-প্রযোজনাও করছেন ইমতিয়াজ। এর আগে রকস্টার, জব উই মেট, হাইওয়ে এবং তামাশার মতো ছবি তৈরি করেছেন তিনি।
ভারতে, এমনকি সারা বিশ্বে রাধা-কৃষ্ণের গল্প শুধুমাত্র উদযাপিত হয় তাই নয় আরাধ্যও হয়। কোটি কোটি মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে মগ্ন থাকেন রাধার-কৃষ্ণের আরাধনায়। এখন অবশ্য লায়লা মজনুর প্রমোশনে ব্যস্ত ইমতিয়াজ আলি। এই ছবিতে সহ-প্রযোজক একতা কাপুর। এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে চলচ্চিত্র পরিচালক বলেন, ''যদি অতীতে ফিরে যাই তাহলে দেখবেন ভাল ভাল লাভ স্টোরি সাফল্য পেয়েছে নতুন জুটির হাত ধরেই। এক দুজে কে লিয়ে, কয়ামত সে কয়ামত তক, ম্যায়নে প্যার কিয়া কিংবা আশিকী সিরিজ সবই তো নতুন কাস্ট''। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করছেন অবিনাশ ত্রিপাঠি ও তৃপ্তি দিমরি।
আরও পড়ুন, সৌদি আরবে মুক্তি পাচ্ছে প্রথম বলিউড ছবি ‘গোল্ড’
কাশ্মীরে শুটিং হয়েছে এই ছবির। সুতরাং, দর্শক ভাল দৃশ্যাবলী তো পাবেনই। অবিনাশ তিওয়ারিকে আগে দেখা গিয়েছে ‘তু হ্যায় মেরা সানডে’ ছবিতে। এছাড়াও অমিতাভ বচ্চনের বিপরীতে টেলিভিশন সিরিজ ‘যুদ্ধ’ তে অভিনয় করেছেন তিনি। আর তৃপ্তি দিমরিকে শেষ দেখা গিয়েছিল ‘পোস্টার বয়েজ’ ছবিতে।