Advertisment
Presenting Partner
Desktop GIF

'বয়কট বলিউড' ট্রেন্ডের মাঝেই মোদির ডাকে সাড়া আমির, শাহরুখ, অক্ষয়দের, ওড়ালেন তিরঙ্গা

'সিনেমার ব্যাবসার জন্য ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা?', প্রশ্ন ছুঁড়ল নেটদুনিয়া।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
independence day 2022, shah rukh khan, Aamir Khan, Akshay Kumar, har ghar tiranga, anushka sharma independence day, virat kohli independence day, Shah rukh khan, gauri khan, anushka sharma, virat kohli, kareena kapoor, Bollywood actors celebrate Independence day, Laal Singh Chaddha, Pathaan, R Madhavan, Bollywood news, Indian Express entertainment news, আমির খান, শাহরুখ খান, অক্ষয় কুমার, বিরাট-অনুষ্কা, স্বাধীনতা দিবস ২০২২, বলিউড সেলেবদের স্বাধীনতা দিবস যাপন, Bengali news today

বলিউড তারকাদের স্বাধীনতা দিবস উদযাপন

গোটা দেশে পালিত হচ্ছে ৭৫তম স্বাধীনতা দিবস (Independence Day 2022)। দিল্লির লালকেল্লায় জাতির উদ্দেশে বিশেষ ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, এদিকে কলকাতার রেড রোডে আদিবাসী নৃত্যকলা পরিবেশন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের মেজাজে আমজনতা তো বটেই, পাশাপাশি পিছিয়ে নেই বিনোদুনিয়ার তারকারাও। টলিউড থেকে বলিউড সর্বত্রই 'আজাদি কা অমৃত মহোৎসব' পালনে ব্যস্ত তারকারা (Bollywood celebs joined the ‘Har Ghar Tiranga’ campaign)।

Advertisment

মন্নতের ছাদে সপরিবারে তিরঙ্গা ওড়ালেন শাহরুখ খান। নিজেই সেই ভিডিও শেয়ার করেছেন কিং খান। দেখা গেল দুই ছেলে আরিয়ান, আব্রাম ও স্ত্রী গৌরী খানকে নিয়ে মন্নতের ছাদে পতাকা উত্তোলন করলেন বলিউড সুপারস্টার। অন্যদিকে মোদির 'হর ঘর তিরঙ্গা' ক্যাম্পেনে সাড়া দিয়ে বাড়ির বারান্দায় তিরঙ্গা টাঙালেন আমির খান।

বাদ যাননি অক্ষয় কুমারও। দেশাত্মবোধক সিনেমার ট্রেন্ডে, বলিউডের অন্যান্য তারকাদের তুলনায় অক্ষয় সবসময়েই এগিয়ে। স্বাধীনতা দিবসে সেই অভিনেতাই এবার মিশে গেলেন আমজনতার সঙ্গে। অক্ষয় হাঁটলেন মিছিলে। মহারাষ্ট্রের ডেপুটি চিফ দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে ১০ কিমি বাইক ব়্যালির উদ্বোধন করলেন অভিনেতা। প্রায় সাড়ে ৩ হাজার পুলিশকর্মী অংশ নিয়েছিলেন স্বাধীনতা দিবসের এই তিরঙ্গা ব়্যালিতে। সেই প্রেক্ষিতেই এবার নেটদুনিয়ার একাংশের কটাক্ষের শিকার হতে হল আমির, শাহরুখদের। কেন?

সম্প্রতি মুক্তি পেয়েছে আমির খানের 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha), যে ছবিতে ভারতীয় সেনা-জওয়ানদের অপমানের অভিযোগ উঠেছে। এমনকী, এক আইনজীবী আমিরের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিও করেছেন। এমতাবস্থায় মোদির হর ঘর তিরঙ্গা ক্যাম্পেনে সায় দিয়ে বাড়ির বারান্দায় আমিরের পতাকা টাঙানোর ছবি দেখে নেটদুনিয়ার মত, 'এটা কি সিনেমার ব্যবসার জন্য ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা?'

publive-image

অন্যদিকে, সামনেই শাহরুখ খানের কামব্যাক সিনেমা 'পাঠান' (Pathaan) মুক্তি আসন্ন। তার আগেই হর ঘর তিরঙ্গা ক্যাম্পেনে সপরিবারে শাহরুখ। শুধু তাই নয়, মন্নতের বাইরে দাঁড়িয়ে থাকা ফ্যানেদের উদ্দেশে হাতও নাড়লেন তিনি সোমবার সকালে। নেটদুনিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই কিং খান-অনুরাগীরা যখন 'পাঠান' নিয়ে উন্মাদনা দেখাচ্ছেন, তখন আরেকপক্ষ আবার একে সিনেমা-প্রচারের অন্যতম স্ট্র্যাটেজির তকমা দিয়েছেন।

বলিউডের (Bollywood celebrating Independence Day) অন্যান্য তারকারাও 'আজাদি কা অমৃত মহোৎসব' পালনে ব্যস্ত। মূক ও বধির শিশুদের নিয়ে একটি জাতীয় সঙ্গীতের ভিডিও পোস্ট করে প্রশংসা কুড়োলেন অমিতাভ বচ্চন। মার্কিন মুলুকে বসেই স্বাধীনতা দিবসে বীর শহিদদের কথা স্মরণ করলেন প্রিয়াঙ্কা চোপড়া। মোদির 'হর ঘর তিরঙ্গা' ক্যাম্পেনে শামিল বিরাট-অনুষ্কারাও।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

aamir khan Laal Singh Chaddha Pathaan Independence Day 2022 Bollywood News Akshay Kumar Entertainment News
Advertisment