আবার বড়পর্দায় ফিরছেন আবির-সোহিনী। তবে এবারে সত্যান্বেষণের পথে হাঁটবেন না এই জুটি। নতুন ছবিতে একসঙ্গে দেখা যেতে চলেছে তাদের। ইতিমধ্যে ছবির মহরতও হয়ে গিয়েছে। খাস কলকাতায় রহস্যময়ভাবে খুন হচ্ছেন বৃদ্ধরা। এবার এই বিষয়কে নিয়েই থ্রিলারে ডুব দিচ্ছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।সম্প্রতি তাঁর প্রথম ছবি 'কেদারা' বিশেষ জ্যুরি বিভাগে জাতীয় পুরস্কার ঝুলিতে পুড়েছে। প্রসঙ্গত, এই ছবি দিয়েই পরিচালনায় প্রবেশ করেছেন ইন্দ্রদীপ।
দ্বিতীয় ছবিতেই থ্রিলারে মনোনিবেশ করেছেন তিনি।ছবির নাম 'আগন্তুক'। প্রধান চরিত্রে দেখা যাবে সোহিনী সরকারকে।তিনটি বয়সেই পর্দায় আগমন ঘটবে অভিনেত্রীর। ছবিতে সোহিনীর বিপরীতে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায়কে। নিজের ফ্ল্যাটেই রহস্যজনকভাবে মৃত্যু হয় বৃদ্ধার। এখান থেকেই গল্পের শুরু। কাহিনি এগনোর সঙ্গে সঙ্গে জট খুলবে ছবির।
আরও পড়ুন, কলকাতা চলচ্চিত্র উৎসবের কমিটি থেকে বেরিয়ে এলেন প্রসেনজিৎ-অপর্ণা
ইন্দ্রদীপের প্রথম ছবি এখনও মুক্তি পায়নি প্রেক্ষাগৃহে, তারমধ্যেই দ্বিতীয় ছবি নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে। 'আগন্তুক'-এর চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। তবে সঙ্গীতের দায়িত্ব নিজের কাঁধেই নিয়েছেন ইন্দ্রদীপ। ক্যামেরার কারিগরি সামলাবেন শীর্ষ রায়।
এদিন ছবির মহরতে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। আবির ও সোহিনী ছাড়াও 'আগন্তুক'-এ দেখা যাবে সুজন মুখোপাধ্যায়, দেবলীনা কুমার, দামিনী বেনি বসু, সিধু, দেবপ্রতিম দাশগুপ্তকে। ছবির মেকআপের দায়িত্বে রয়েছেন সোমনাথ কুণ্ডু। সম্ভবত, নভেম্বরে মুক্তি পাবে ইন্দ্রদীপের প্রথম ছবি 'কেদারা'।