IND vs PAK: ভারত পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচ নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। রাস্তায় একটা জনপ্রাণীও ছিল না। এই খেলা না দেখলে হয়? মানুষ নিজেদের অনুষ্ঠান সরিয়ে রেখে গতকালের খেলা উপভোগ করেছেন। বাদ পড়েননি তারকারাও। দুই দেশের তারকারাই নিজের কাজ রেখে মন দিয়েছিলেন খেলায়।
উপমহাদেশের সবথেকে দুর্দান্ত খেলা হয়ে গিয়েছে কাল। বিরাট কোহলি ৫১ তম সেঞ্চুরি করে কালকে মুগ্ধ করেছেন। ভক্তরা যেন অপেক্ষায় ছিলেন কিং এর কামব্যাকের। চূড়ান্ত পারফর্ম করে যেমন ভারতের মানুষকে তিনি আনন্দ দিয়েছেন, তেমনই দেখা গিয়েছে পাকিস্তানকে চুপ করিয়ে দিয়েছেন তিনি। এদিকে, প্রতিবেশীদের অনেকেই যেন ভাল কিছুর অপেক্ষায় ছিলেন।
একেই ছিল রবিবার, তাঁর সঙ্গে এরকম ম্যাচ, পাক শিল্পীদের তরফেও উত্তেজনা ছিল। কেউ কেউ তো নিজের সিরিয়াল ছেড়ে টিভির সামনে বসেছিলেন খেলা দেখবেন বলে। কিন্তু, ভারতের সঙ্গে জেতা মোটেই সহজ না। আর হয়েছেও তাই। অভিনেত্রী ইয়ুম্না জায়েদি, যিনি নিজের শেষ কিছু সিরিয়ালের জন্য বেজায় জনপ্রিয়, তিনি ভাল কিছুর অপেক্ষা করছিলেন। তাঁর সিরিয়াল করজ-এ যান এর সম্প্রচার ভুলে তিনি খেলা দেখতে বসেও যেন লাভের লাভ কিছুই হল না।
তিনি বেশ কিছু ছবি এবং ভিডিও শেয়ার করে লিখেছিলেন, "আমিও আজকে সিরিয়ালের পর্ব স্কিপ করছি, কারণ ভারত-পাকিস্তানের ম্যাচ। অত্যন্ত উত্তেজনা কাজ করছে।" কিন্তু, লাভের লাভ কিছুই হয়নি। বরং, পাকিস্তানকে বলে বলে ব্যাটের আঘাতে জর্জরিত করেছেন শ্রেয়াস আইয়ার থেকে বিরাট কোহলি। আর নায়িকার কমেন্ট বক্স দেখলেই বোঝা যায় গতকালের ঘটনার পর নায়িকার এপারের ভক্তরা কী বলছেন।
কেউ বললেন, আমরা আগে থেকেই জানতাম যে ভারত জিতবে, শুধু আপনাকে জানাই নি। আবার কেউ বললেন, আপনি ভাল মানুষ কিন্তু প্রতিবেশী তো, তাই হারলে কথা না শোনালে শান্তি হয় না। আবার কেউ বলেন, আমরা জিতে গিয়েছি, আপনি ফালতু সিরিয়াল দেখলেন না।