Jhulan Goswami-Anushka Sharma: মুক্তির অনিশ্চয়তায় ঝুলন গোস্বামীর বায়োপিক, বিশ্বকাপ জয়ের পরই চর্চায় 'চাকদা এক্সপ্রেস'

Jhulan Goswami Biopic Chakda Xpress: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়ে ক্রিকেট বিশ্বকাপে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এরপরই চর্চায় অনুষ্কা শর্মা অভিনীত ঝুলন গোস্বামীর বায়োপিকের মুক্তির প্রসঙ্গ।

Jhulan Goswami Biopic Chakda Xpress: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়ে ক্রিকেট বিশ্বকাপে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এরপরই চর্চায় অনুষ্কা শর্মা অভিনীত ঝুলন গোস্বামীর বায়োপিকের মুক্তির প্রসঙ্গ।

author-image
Kasturi Kundu
New Update
cats

মুক্তির অপেক্ষায় 'চাকদা এক্সপ্রেস'

Women Cricket World Cup: রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়ে ক্রিকেট বিশ্বকাপে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দলটি নেভি মুম্বইয়ের ডি.ওয়াই. পাটিল স্টেডিয়ামে ঐতিহাসিক রাত সৃষ্টির নেশায় মেতে উঠেছিল। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে পরাজিত করে দেশের প্রথম আইসিসি মহিলা বিশ্বকাপ ট্রফি এনে দেশের মুখ উজ্জ্বল করেছে হরমনপ্রীতের টিম। ২০০৫ ও ২০১৭ সালের হারের যন্ত্রণায় প্রলেপ দিয়ে দেশের ক্রিকেট ইতিহাসে এক মাইলফলক গড়ল ভারতীয় ক্রিকেটের মহিলা দল। 

Advertisment

সৃজিত মুখোপাধ্যায়ের 'শাবাশ মিতু' যেখানে তাপসী পান্নু মিতালি রাজের ভূমিকায় অভিনয় করেছিলেন। কিন্তু ছবিটি বক্স অফিসে একেবারে মুখ থুবরে পড়েছিল। তৈরি হয়েছে আরও একটি আইকনিক মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীকে নিয়ে নির্মিত বায়োপিক 'চাকদা এক্সপ্রেস'। মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৩ সালের অক্টোবরে। ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করেছেন অনুষ্কা শর্মা। ছবিটির শুটিংও শেষ হয়েছে কিন্তু এখনও মুক্তির কোনও আপডেট নেই। প্রসঙ্গত, 'চাকদা এক্সপ্রেস'-এর তৈরির সময় থেকেই নানান বাধায় জর্জরিত। 

অভিনেতা-লেখক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবির প্রথম খসড়া লেখেন ২০২০ সালে। সেই বছরই শুটিং শুরুর কথা ছিল। কিন্তু কোভিড পরিস্থিতিতে সব কাজ থমকে যায়। পরবর্তীতে অনুষ্কা শর্মা গর্ভাবস্থার কথা ঘোষণা করলে সিনেমার এক প্রযোজক এই ছবির কাজ থেকে সরে আসেন। এরপর Netflix India এবং Clean Slate Filmz তাদের প্রথম সফল যৌথ প্রযোজনা 'বুলবুল'-এর পর আবার একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেয় এই ছবিতে। 

Advertisment

অনুষ্কা নিজে ঝুলন গোস্বামীর সঙ্গে প্রশিক্ষণও নেন এমনকি শুটিং চলাকালীন বেশ কিছু ছবি অনলাইনে ফাঁসও হয়ে যায়। ছবিটির শুটিং ২০২২ সালের জুন থেকে ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যায়। নেটফ্লিক্স ঘোষণা করেছিল যে ‘চাকদা এক্সপ্রেস’ ২০২৩ সালের অক্টোবরে মুক্তি পাবে। কিন্তু শোনা যায়, পোস্ট-প্রোডাকশন চলাকালীন নেটফ্লিক্স ইন্ডিয়া ও ক্লিন স্লেট ফিল্মজ-এর মধ্যে বড়সড় বিরোধ হয় এবং চার বছরের সম্পর্কের ইতি ঘটে। যদিও আনুষ্ঠানিকভাবে কেউই কিছু জানায়নি। 

আরও পড়ুন আরজি কর আন্দোলনে মেয়েদের রাতদখলের সাফল্য নিয়ে প্রশ্ন-মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ে 'রাতদখল' সার্থক? কী মত চৈতির?

ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক জয়কে সামনে রেখে ‘চাকদা এক্সপ্রেস’-এর গুরুত্ব এখন আগের চেয়ে অনেক বেশি। ৪২ বছর বয়সী ঝুলন গোস্বামী বিশ্বের অন্যতম ফার্স্ট বোলার হিসেবে পরিচিত। মহিলা ওয়ান ডে ইন্টারন্যাশনালে সর্বাধিক (২৫৫) উইকেট নেওয়ার রেকর্ড তাঁর দখলে।পশ্চিমবঙ্গের ছোট শহর চাকদহে জন্ম নেওয়া ঝুলন কলকাতায় গিয়ে ক্রিকেট শিখেছিলেন। কারণ তাঁর নিজের শহরে কোনও প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি ভারতীয় মহিলা দলের অধিনায়ক ছিলেন।

আরও পড়ুন কাদম্বিনীর পর প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ের কোন চরিত্র পছন্দ? কী বলছেন ঊষসী-সোলাঙ্কি?

২০১০ সালে তিনি অর্জুন পুরস্কারে ভূষিত হন এবং পরে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন। অবসর গ্রহণের পর এখন তিনি বেঙ্গল দলের পরামর্শদাতা এবং আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্স মহিলা দলের বোলিং কোচ হিসেবে কাজ করছেন। সিনেমার ক্ষেত্রেও ছবিটি বিশেষ গুরুত্বপূর্ণ। চাকদা এক্সপ্রেস মুক্তি পেলে সাত বছর পর অনুষ্কা শর্মার বড় পর্দায় প্রত্যাবর্তন হবে। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ২০১৮-তে আনন্দ এল রায়ের ‘জিরো’-তে। 

আরও পড়ুন বিশ্বকাপ জয়ের পর বায়োপিক তৈরির পরিকল্পনা? রাজের মাথায় কোনও রাজকীয় ভাবনা?

Anushka Sharma Jhulan Goswami