Kiara Advani: কিয়ারার টু-পিস পরিহিত দৃশ্য বাতিল! 'ওয়ার-২' এ যেখানে সেখানে কাঁচি চালাল সেন্সর বোর্ড

মাতৃত্বের সঙ্গে সঙ্গে কিয়ারা বর্তমানে ওয়ার ২ ছবির প্রি রিলিজ নিয়ে ব্যস্ত। সদ্য মা হওয়ার কারণে হয়তো বা ছবির প্রোমোশনে ঠিক করে অংশ নিতে পারছেন না। কিন্তু, সমাজ মাধ্যমে নানা ধরণের পোস্ট শেয়ার করেছেন।

মাতৃত্বের সঙ্গে সঙ্গে কিয়ারা বর্তমানে ওয়ার ২ ছবির প্রি রিলিজ নিয়ে ব্যস্ত। সদ্য মা হওয়ার কারণে হয়তো বা ছবির প্রোমোশনে ঠিক করে অংশ নিতে পারছেন না। কিন্তু, সমাজ মাধ্যমে নানা ধরণের পোস্ট শেয়ার করেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kiara

কী জানা যাচ্ছে?

মা হতেই কিয়ারা আদবানীর জীবন থেকে হাতছাড়া হয়েছে বেশ কিছু বিষয়। এক তো, ডন ছবিতে তাঁর জায়গায় নাকি কৃতি স্যানন এসেছেন। শুধু তাইন নয়, বড় কয়েকটি ছবি তাঁর হাত থেকে সরে গিয়েছে। কিন্তু, মা হওয়ার পর তাঁর জীবনে এসেছে বেশ কিছু বদল। কথায় বলে, মা হওয়া সহজ না। এবং রাতের পর রাত ঘুম উড়ে যায় তাঁদের। সন্তানকে মানুষ করা নেহাতই সহজ না। 

Advertisment

কিয়ারা এখন এক সন্তানের মা এবং এখন থেকেই জীবনের সবচেয়ে সুন্দর বিজনেস ডিল উপলব্ধি করেছেন তিনি। সন্তানের থেকে সুন্দর উপহার আর কারওর জীবনেই কিছু হয় না। কিয়ারার জীবনেও তাই। মাতৃত্বের সঙ্গে সঙ্গে কিয়ারা বর্তমানে ওয়ার ২ ছবির প্রি রিলিজ নিয়ে ব্যস্ত। সদ্য মা হওয়ার কারণে হয়তো বা ছবির প্রোমোশনে ঠিক করে অংশ নিতে পারছেন না। কিন্তু, সমাজ মাধ্যমে নানা ধরণের পোস্ট শেয়ার করেছেন। 

কিয়ারার মাতৃত্ব নিয়ে পোস্টঃ 

Advertisment

সদ্য মা হওয়া নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। অভিনেত্রী যে পোস্ট শেয়ার করেছেন তাতে লেখা, আমি তোমার ডায়পার পাল্টাব আর তুমি আমার গোটা পৃথিবী-দুনিয়া সবটাই পাল্টে দিলে। সেই পোস্টেই চোখের জল এবং তাঁর সন্তানের প্রতি ভালবাসার কথা শোনালেন তিনি। 

ওয়ার ২ থেকে বাদ তাঁর টু-পিস দৃশ্যঃ 

যেদিন থেকে যশ রাজ ফিল্মসের এই ছবির টিজার প্রকাশ্যে এসেছে। সেদিন থেকে ভাইরাল অভিনেত্রীর বিকিনির ছবি। কয়েক সেকেন্ডের ফুটেজেই তিনি তাক লাগিয়েছেন। নিওন গ্রিন রঙের বিকিনিতে তাঁকে লাগছিল বেশ। আর এবার দেখা যাচ্ছে, সেই দৃশ্য বাদ দিতে বলা হয়েছে ছবি থেকে। ভারতীয় সেন্সর বোর্ড সেই ছবি থেকে মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিও বাদ দেওয়া হয়েছে। তাঁরা জানিয়েছে এই দৃশ্য না দেখালেও চলবে। 

এবং, সেই টু-পিস দৃশ্য ছাড়াও বাদ দিতে বলা হয়েছে বেশ কয়েকটি সংলাপও। ছয়টি জায়গায় অযাচিত কিছু সংলাপ এবং ভিসুয়াল নিয়েও আপত্তি তুলেছে সেন্সর বোর্ড। যদিও বা সব কাঁটাছেড়া শেষে এই ছবি থিয়েটারে রিলিজ করতে প্রস্তুত।   

Kiara Advani Entertainment News Today