শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পণ্ডিত অরুণ ভাদুড়ির জীবনাবসান

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পণ্ডিত অরুণ ভাদুড়ি। সোমবার ভোর ৬.০৫ নাগাদ কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে প্রয়াত হলেন তিনি।

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পণ্ডিত অরুণ ভাদুড়ি। সোমবার ভোর ৬.০৫ নাগাদ কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে প্রয়াত হলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রয়াত সঙ্গীতশিল্পী পণ্ডিত অরুণ ভাদুড়ি

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পণ্ডিত অরুণ ভাদুড়ি। সোমবার ভোর ৬.০৫ নাগাদ কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে প্রয়াত হলেন তিনি। ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত এই শিল্পী। রবিবার বিকেলেই জানতে পারা গিয়েছিল অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় রয়েছেন তিনি। একটা রাত পেরোতেই এই দুঃসংবাদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

Advertisment

চিকিৎসকরা জানিয়েছেন, ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজের শিকার ছিলেন তিনি। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। একাধিক অঙ্গ বিকল হয়ে গিয়ে ভেন্টিলেশনেই জীবনযুদ্ধে পরাস্ত হলেন এই প্রখ্যাত শিল্পী। তাঁর প্রয়াণে শোকের ছায়া সঙ্গীত মহলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোকবার্তা দিয়েছেন। তিনি এদিন বলেন, "কিরানা ও রামপুর ঘরানার শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত অরুণ ভাদুড়ির প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। আজ ৭৫ বছর বয়সে তিনি প্রয়াত হন। তিনি সংগীত রিসার্চ অ্যাকাডেমির শিক্ষক ছিলেন।"

Advertisment

publive-image মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর

"অরুণ ভাদুড়িকে রাজ্য সরকারের পক্ষ থেকে ২০১৪ সালে 'বঙ্গবিভূষণ' সম্মান প্রদান করা হয়। তাঁর প্রয়াণ সংগীত জগতের কাছে এক বড় ক্ষতি। এই শোকের মুহূর্তে আমি তাঁর শোকসন্তপ্ত পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি," বলেন মমতা।

অল ইন্ডিয়া রেডিও ও দূরদর্শনের জগতে অত্যন্ত পরিচিত নাম ছিলেন অরুণ ভাদুড়ি। ভজন, ঠুমরিতে তাঁর পারদর্শীতা মুগ্ধ করত সকলকে। এদিন প্রথমে তাঁর দেহ বাসভবনে শায়িত থাকবে। পরে নিয়ে যাওয়া হবে সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমিতে। তারপর শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর।