Indian Idol 15 winner: জয়জয়কার হল বাংলার। সঙ্গীতের মঞ্চে সেরা কিছু ঘটেছে গতকাল। ইন্ডীয়ান আইডলের মঞ্চে এবার বিজয়ী মানসী ঘোষ। কলকাতা কন্যের অভূতপূর্ব সাফল্যে মুগ্ধ আপামর বাঙালি। তিনি ছিনিয়ে নিয়ে এসেছেন জয়। নানা প্রতিকুলতাকে ভেদ করে এই ট্রফি এখন মানসীর। জয়ের কিছুক্ষণ পরেই মানসী তার যাত্রা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্ক্রিনের সাথে কথা বলেন। তিনি আরও জানান যে তিনি তার প্রথম বলিউড গান রেকর্ড করেছেন।
ইন্ডিয়ান আইডল ১৫-এর বিজয় প্রসঙ্গেই তিনি সব ক্রেডিট সোজা তাঁর মা-কেই দেন। এবং পরবর্তীতে তিনি বলেন, "আমার গোটা পরিবার ফাইনাল উপলক্ষে এসেছিল। আমার জয়ের পর তাঁদের কাঁদতে দেখেছি আমি এবং চূড়ান্ত উল্লাসে মজেছিল। কিন্তু, আমার সব একেবারেই শূন্য ছিল, প্রথমে কীভাবে প্রতিক্রিয়া জানাব তা বুঝতে পারছিলাম না। কিন্তু আমরা সবাই সত্যিই খুব খুশি। জীবন যেন হঠাৎ করেই বদলে গেছে। এটি একটি জাতীয় প্ল্যাটফর্ম, তাই আমি সর্বত্র থেকে প্রচুর ভালোবাসা এবং আশীর্বাদ পেয়েছি।"
ট্রফির সঙ্গে সঙ্গে তিনি পেয়েছেন ১৫ লক্ষ টাকা এবং একটি গাড়ি। এতটা টাকা কীভাবে খরচ করবেন তিনি? মানসী পুরস্কারের অর্থ ব্যবহার করার পরিকল্পনা প্রসঙ্গে বলেন, "আমি পুরস্কারের অর্থ থেকে কিছু অর্থ আমার স্বাধীন সঙ্গীতে লাগাতে চাই। এবং আমি যে গাড়িটি ব্যবহার করব তার জন্য ব্যয় করতে চাই।" তিনি আরও বলেন, "এই অনুষ্ঠানটি আমাকে শিখতে এবং ত্যাগ করতে শিখিয়েছে। খারাপ মন্তব্য পেলেও, আপনি আপনার পরবর্তী পরিবেশনায় সেই অবস্থাকে বহন করতে পারবেন না। আপনাকে যা ঘটে তা ভুলে যেতে হবে এবং কাজের উপর মনোযোগ দিতে হবে।"
ইন্ডিয়ান আইডল ১৫-এর বিচারক ছিলেন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি এবং বাদশা। কোন বিচারকের প্রতিক্রিয়া তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জানতে চাইলে মানসী ঘোষ বলেন, "আমি সবসময় বাদশা স্যার এবং বিশাল স্যারের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। শ্রেয়া ম্যামও খুব মিষ্টি এবং বিস্তারিত মন্তব্য করতেন যা আমি পছন্দ করতাম, কিন্তু বিশাল স্যার ছিলেন সরাসরি এবং মুখের উপর। যখনই তিনি আমার গান শুনে মুগ্ধ হতেন, তিনিই প্রথম আমাকে দাঁড়িয়ে হাততালি দিতেন।"