Indian Idol Winner-Manasi Ghosh: হাসিখুশি মানসী সেদিন চোখের জল ধরে রাখতে পারেননি, কাছের মানুষকে হারানোর শোকে...

Indian Idol Winner 15: গতকাল রাতে তিনি ট্রফি জেতার পর থেকেই আনন্দে আত্মহারা বাংলার মানুষ। বঙ্গ তনয়া সকলকে গর্বিত করেছেন। ট্রফি কলকাতায় এসেছে, এর থেকে আনন্দের আর কী আছে?

Indian Idol Winner 15: গতকাল রাতে তিনি ট্রফি জেতার পর থেকেই আনন্দে আত্মহারা বাংলার মানুষ। বঙ্গ তনয়া সকলকে গর্বিত করেছেন। ট্রফি কলকাতায় এসেছে, এর থেকে আনন্দের আর কী আছে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
indian idol 15 wionner manasi got prize and shared what she will do with money

Manasi with her trophy: জিতলেন মানসী, কিন্তু সেদিন যা ঘটেছিল... Photograph: (instagram )

Indian Idol Winner-Manasi Ghosh: মানসী জিতেছেন ইন্ডিয়ান আইডল ১৫। আর তারপর থেকেই  তাঁকে নিয়ে আলোচনা। বাঙালি কন্যার জয়ে আনন্দ আত্মহারা আপামর বাঙালি। শুধু তাই নয়, দেখা যাচ্ছে তাঁর জয় নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। কেউ বলছেন, তাঁর জায়গায় অন্য কারওর জেতা উচিত ছিল। কিন্তু, এই ইন্ডিয়ান আইডলের মঞ্চেই জীবনের এক দুঃখের কথা জানিয়েছিলেন তিনি।

Advertisment

মানসী তাঁর হাসির আড়ালে যে এহেন দুঃখ জমিয়ে রেখেছেন সেকথা অনেকেই জানতেন না। বরং ইন্ডিয়ান আইডলের মঞ্চেই নিজের এক ভাইকে পেয়েছিলেন তিনি। শুভজিৎকে ভাই হিসেবেই দেখতেন। তাঁর সঙ্গে খুনসুটির সম্পর্ক ছিল। নানা ভিডিও এবং ছবি তাঁরা নানা সময় শেয়ার করতেন সেখান থেকে। কিন্তু, এই ভাইকে পাওয়ার আগেও আরেক ভাইকে হারিয়েছিলেন তিনি। মানসী, যিনি নিজের কথার জন্য পরিচিতি, তাঁর খোশমেজাজ সবাইকে মুগ্ধ করে রাখতো। সেই মানুষটি যে এই শোয়ের কিছুমাস আগেই তাঁর ভাইকে হারিয়েছিলেন সেদিন তাঁকে নিয়েই এমন কিছু বলেছিলেন মানসী ঘোষের মাসি।

গায়িকা, যিনি স্টেজে সবসময় আনন্দে থাকতেন, তাঁর মাসী জানিয়েছিলেন এমন কিছু, যাতে চোখে জল চলে এসেছিল শ্রেয়ার ঘোষালেরও। তাঁর মাসির ছেলে চলে গিয়েছেন প্রায় দশ মাস। সেই কথাই শেয়ার করতে গিয়ে চোখে জল চলে মানসীর। তাঁর মাসী বলেন, "আমার ছেলে চলে যাওয়ার পর আমার শ্বাস চলে যাচ্ছিল। কিন্তু, এই মেয়েটা আমার জন্য দাঁড়িয়ে ছিল। ও বলেছিল, আমার মায়ের জন্য যেমন আমি আছি, তোমার জন্যও আছি। ও একা ছাড়েনি আমায়। আমি খাচ্ছি কিনা ভিডিও কল করে দেখে। যেদিন রান্না করি না, সেদিন ও আমার জন্য খাবার নিয়ে আসে। এখানে যখন শো করছে তখনও ও আমার খোঁজ নিয়েছে।"

Advertisment

অঝোরে তখন কাঁদছেন মানসী। তাঁর চোখে জল। সঙ্গে মাসীকে থামানোর চেষ্টা করছেন। জীবনে প্রতিকূলতা কম দেখেননি। কিন্তু, তিনি নিজেকে সবসময় আনন্দে রেখেছেন। এখানেই শেষ না। তাঁর মাসী সেসময় বলেছিলেন, আমার বাঁচার একজন ইচ্ছে তো চলে গিয়েছে, কিন্তু এই মেয়েটা যাকে আমি প্রিন্সেস বলে ডাকি, আর আরেকজন আমার দিদির ছেলে, এদের জন্যই জীবনে দ্বিতীয়বার আমি বাঁচতে চাই।

প্রসঙ্গে গতকাল রাতে তিনি ট্রফি জেতার পর থেকেই আনন্দে আত্মহারা বাংলার মানুষ। বঙ্গ তনয়া সকলকে গর্বিত করেছেন। ট্রফি কলকাতায় এসেছে, এর থেকে আনন্দের আর কী আছে?

Indian Idol bollywood entertainment Entertainment News Entertainment News Today