ভারতীয় সিনেমার নক্ষত্র খসে পড়ল, প্রয়াত মনোজ কুমার

একের পর এক প্যাত্রিওটিক ছবি উপহার দিয়েছেন। নিজের কাজকে মাইলস্টোনে পরিণত করেছিলেন। কিন্তু, এবার সেসব শুধু স্মৃতির পাতায়।

একের পর এক প্যাত্রিওটিক ছবি উপহার দিয়েছেন। নিজের কাজকে মাইলস্টোনে পরিণত করেছিলেন। কিন্তু, এবার সেসব শুধু স্মৃতির পাতায়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Indian legendary film actor Manoj Kumar passed away

Manoj Kumar passed away: প্রয়াত মনোজ কুমার।

সকাল সকাল এক এক ভয়ঙ্কর দুঃসংবাদ। একসময় দেশের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিলেন তিনি। একের পর এক প্যাত্রিওটিক ছবি উপহার দিয়েছেন। নিজের কাজকে মাইলস্টোনে পরিণত করেছিলেন। কিন্তু, এবার সেসব শুধু স্মৃতির পাতায়। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর।

Advertisment

দিলীপ কুমারের তাঁকে ভারতীয় ছবির কিংবদন্তি হিসেবে উল্লেখ করা হয়। তাঁর নিদারুণ প্রতিভা বারবার সিলভার স্ক্রিনে এমন কিছু দিয়েছে, যাতে মানুষ চোখ ফেরাতে পারেন নি। জানা যাচ্ছে শুক্রবার সকালে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ভুগছিলেন অসুস্থতায়। বারবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন হার্ট সংক্রান্ত সমস্যার কারণে। যদিও বা হাসপাতাল সূত্রে তাঁর মৃত্যুর কারণ হিসেবে দেখানো হয়েছে লিভারের সমস্যাকে। 

তিনি পরিচিত ছিলেন ভারত কুমার হিসেবে। দেশের মানুষ যেন তাঁকে বেশি পছন্দ করতেন এই ধরনের ছবির নায়ক হিসেবেই। পেয়েছেন ভারত সরকারের নানা পুরস্কার। ভারতীয় সিনেমায় তাঁর অবদানের জন্য ১৯৯২ সালে পেয়েছেন পদ্মশ্রী। ২০১৫ সালে পেয়েছেন ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে। তাঁর বিশেষ কয়েকটি ছবির মধ্যে...ঔ কৌন থি, হিমালয়া কী গোদ মে, পাত্থর কে সনম, নীল কমল ইত্যাদি উল্লেখযোগ্য।

Death bollywood Bollywood Actor