Advertisment
Presenting Partner
Desktop GIF

এই মাসেই ওয়েব সিরিজ 'কৃশানু কৃশানু', মুক্তি পেল ট্রেলার

East Bengal Krishanu Dey biopic: ইস্টবেঙ্গলের শতবর্ষের সূচনা হতেই মুক্তি পেল কৃশানু দে-র ওয়েব সিরিজের ট্রেলার। এই মাসের শেষ থেকেই শুরু হতে চলেছে স্ট্রিমিং।

author-image
IE Bangla Web Desk
New Update
Indian Maradona Krishanu Dey biopic web series trailer released

'কৃশান কৃশানু' ওয়েব সিরিজের ট্রেলার থেকে সংগৃহীত।

Krishanu Dey biopic web series: দিন কয়েক আগেই শতবর্ষের সূচনা হয়ে গিয়েছে ধুমধাম করে। ইস্টবেঙ্গল ভক্তদের ভারি আনন্দের সময় এই বছরটা। আরও সুখবর এটাই যে ভারতীয় ফুটবলের অন্যতম কিংবদন্তি, ইস্টবেঙ্গলের গর্ব কৃশানু দে-র ওয়েব সিরিজের স্ট্রিমিং শুরু হতে চলেছে এই মাসের শেষ থেকেই। সম্প্রতি মুক্তি পেয়েছে এই সিরিজের ট্রেলার।

Advertisment

জিফাইভ অ্যাপের জন্য এই সিরিজটি তৈরি করেছে জ্যোতি প্রোডাকশনস ও টিভিওয়ালা মিডিয়া। শুধু কৃশানু দে-র জীবন নয়, এই সিরিজে উঠে আসবে ওই সময়ের কলকাতা ময়দান। সত্তরের দশকের শুরু থেকে আশির দশকের শেষে বাংলার ময়দানের খেলা, প্রতিদ্বন্দ্বিতা, দলবদল, রাজনীতি– সবটাই ধরা পড়বে এই সিরিজে।

আরও পড়ুন: টেলি-রিভিউ: টান টান চিত্রনাট্য! জমে উঠেছে অন্ধবিশ্বাসের বিরুদ্ধে লড়াই

কৃশানু দে-র সমসাময়িক অন্যান্য ফুটবলার, ক্লাবকর্তা-সহ বহু বাস্তব চরিত্রকে দর্শক দেখতে পাবেন এই সিরিজে। এক ঝলক দেখে নিতে পারেন ট্রেলারটি নীচের লিঙ্কে ক্লিক করে--

এই সিরিজে কৃশানু দে-র ভূমিকায় অভিনয় করেছেন অনুরাগ উরহাম। ভোপালের এই অভিনেতা এর আগে কখনও ফুটবল খেলেননি। এই সিরিজের জন্য দীর্ঘ ৬ মাস বিশেষ ট্রেনিং নিয়েছেন তিনি। ভারতের মারাদোনা কৃশানু দে ছিলেন লেফ্ট ফুটার। অনুরাগ এতটাই অধ্যবসায় নিয়ে ট্রেনিং করেছেন যে তিনি এখন সহজাতভাবেই লেফ্ট ফুটেই কিক করেন।

এই সিরিজকে যথাসম্ভব অথেন্টিক করতে বহু অরিজিনাল ডকুমেন্টস ব্যবহার করা হবে। স্ত্রীর সঙ্গে কৃশানু দে-র প্রেমের অংশটিও ধরা পড়বে এই সিরিজে। ইতিমধ্যেই টলিপাড়ায় এই সিরিজ নিয়ে অত্যন্ত উদ্দীপনা রয়েছে। আগ্রহ রয়েছে ফুটবল-প্রেমীদের মধ্যেও। ইস্টবেঙ্গল-মোহনবাগানের সাপোর্টারদের দ্বন্দ্বের কোনও শেষ নেই। কিন্তু হলফ করে বলা যায়, এই সিরিজ দেখবেন তাঁরা কাঁধে কাঁধ মিলিয়েই।

যতই প্রতিদ্বন্দ্বিতা থাক ময়দানে, মনেপ্রাণে তো ছেয়ে রয়েছে 'সব খেলার সেরা বাঙালির প্রিয় ফুটবল'।

East Bengal web series
Advertisment