/indian-express-bangla/media/media_files/2025/04/18/f380ivu1iIvd9ViB12wG.jpg)
Honey Singh: ফের প্রেমে গায়ক? Photograph: (Instagram)
Yo Yo honey singh: জীবনে কম বিতর্ক দেখেননি। একসময় তো লাইমলাইট থেকে দূরে সরে গিয়েছিলেন। বিচ্ছেদ হয়েছে স্ত্রীর সঙ্গেও। তারপর অনেকদিন পর তিনি ফিরে এলেন। হানি সিং ফের একবার চর্চায়। কারণ তাঁর সমাজ মাধ্যমে শেয়ার করা একটি ভিডিও। বৃহস্পতিবার গায়ক হানি সিং তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মিশরীয় মডেল এমার ২৫তম জন্মদিন উদযাপনের একটি ভিডিও শেয়ার করেছেন। এরপরই ডেটিংয়ের গুঞ্জন ছড়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি দামি রেস্তোরাঁয় জন্মদিন উদযাপনের সময় এমার পাশে বসে রয়েছেন হানি। পরে ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর কর্মীরা এমাকে ঘিরে গান গাইছেন এবং নাচছেন। এই অঙ্গভঙ্গি দেখে মডেলকে বিস্মিত ও অভিভূত হতে দেখা যায়। এর কিছুক্ষণ পরেই হানি সিং তাঁর হাত ধরে কেক কাটেন। এই দৃশ্য অনেকের মনেই নানা প্রশ্ন তুলেছে।
আর ভারতীয় এই গায়ক এবং Rapper নিজের সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'শুভ জন্মদিন ক্লিওপেট্রা মডেল ইমা। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়, অনেকেই এমন অনুমান করেছেন যে ৪২ বছর বয়সী গায়ক তরুণ মডেলের সাথে প্রেম করছেন কিনা। এই ঘটনা ঘটলেও অবাক হওায়র নেই একেবারেই। কারণ, এহেন ঘটনা বলিউডে আগেও ঘটেছে।
কিন্তু, সত্যিই কি হানি প্রেম করছেন? বলিউডের নানা অভিনেত্রীর সঙ্গে তিনি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। কিছুর সঙ্গে তো তাঁর নাম পর্যন্ত জড়িয়েছে। এখানেই শেষ না। গায়ক সেদিন সোনাক্ষী সিনহার বিয়েতে গিয়ে মদ্যপ অবস্থায় যা মন্তব্য করেন তারপর ফের একবার বিতর্কিত মন্তব্য হয় তাঁকে নিয়ে।
প্রসঙ্গে, হানি সিং এর আগে শালিনী তলওয়ারকে বিয়ে করেছিলেন। বিয়ের ১১ বছর পর ২০২২ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়। এরপর টিনা থাডানি ও হীরা সোহালের সঙ্গে নাম জড়িয়েছে হানি সিংয়ের।