নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই কেন বোর্ডিং গেট বন্ধ করে দেওয়া হয়েছিল? প্রশ্ন তুলে খ্যাতনামা বিমান সংস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সেই কাণ্ডের ৪৮ ঘণ্টা পর সংশ্লিষ্ট বিমান সংস্থা প্রকাশ্যেই ক্ষমা চাইল টলিউড নায়িকার কাছে। শুধু তাই নয়, ইন্ডিগোর তরফে এও জানানো হয়েছে যে, এই ঘটনার পর একাধিকবার ঋতুপর্ণার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ব্যর্থ হয়েছে। তাই গোটা বিষয়টি খতিয়ে দেখতে তারা অভিনেত্রীর সঙ্গে কথা বলতে চান। ঠিক কোনও সময়ে ফোন করলে পাওয়া যাবে? সেকথাও জানতে চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল থেকেই ঋতুপর্ণা সেনগুপ্তের ফেসবুক পেজ সরগরম। বিমানে উঠতে দেওয়া হয়নি টলিউডের প্রথম সারির অভিনেত্রীকে। নির্ধারিত বোর্ডিং টাইমের থেকে মিনিট ১৫ দেরি করে ফেলেছিলেন। আর সেই জন্য ফ্লাইট-মিস! বহু কাঠখড় পোহানোর পর তবে ভিন রাজ্যে শুটিংয়ের জন্য পৌঁছতে পেরেছেন নায়িকা। ফেসবুকে গোটা ঘটনার বিবরণ দিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিনেত্রী। নীতিবোধ নিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন খ্যাতনামা ওই বিমান সংস্থাকে। তবে প্রতিবাদ করেই বেজায় বিপাকে পড়েছেন ঋতুপর্ণা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে ট্রোলিংয়ের বন্যা বয়ে গিয়েছে। শত ব্যস্ততার মাঝেও নজর এড়ায়নি নায়িকার। বৃহস্পতিবার ইন্ডিগোর ক্ষমা চাওয়ার পোস্ট প্রকাশ্যে নিয়ে আসার পাশাপাশি সেই বিষয়েও মুখ খুলেছেন।
ঋতুপর্ণা সেনগুপ্তর মন্তব্য, "নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগে বোর্ডিং গেট বন্ধ করে দেওয়া যেমন যাত্রীদের জন্য অসুবিধের, ঠিক তেমনই বিমান সংস্থার ভাবমূর্তির পক্ষেও ক্ষতিকারক। তবু ভাল, আপনারা ক্ষমা চেয়েছেন। ধন্যবাদ। তবে সেদিন ওই ঘটনার পর আমাকে ২টো অতিরিক্ত ট্রিপ করে গন্তব্যে পৌঁছতে হয়েছে। যার জন্য ১টা গুরুত্বপূর্ণ কাজ হাতছাড়া হয়েছে আমার। আশা করি, ভবিষ্যতে এরকম ভুল হবে না আপনাদের।"
<আরও পড়ুন: মুম্বইয়ে লোকাল ট্রেনে যাতায়াত করছেন নওয়াজউদ্দিন, চিনতেই পারল না কেউ! দেখুন ভিডিও>
এখানেই অবশ্য থামেননি নায়িকা। বিতর্ক-সমালোচনার যে বন্যা বয়ে গিয়েছে, সেপ্রসঙ্গে তাঁর মত, "সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। তবে আমি কিন্তু সেদিন শুধু নিজের জন্য মুখ খুলিনি। বরং গোটা দেশের হয়ে প্রতিবাদ করেছিলাম। জরুরী কাজের জন্য অন্যত্র যাওয়া যেমন কসরতের, তেমনই অনেকটা আবেগও জড়িয়ে থাকে এর সঙ্গে। এমন অন্যায়ের জন্য আমি দুঃখ পেয়েছিলাম। আমি সকলের হয়ে আওয়াজ তুলেছিলাম।" ঋতুপর্ণার এমন মন্তব্যের পরও ট্রোলিংয়ের অন্ত নেই।
ঠিক কী হয়েছিল সেদিন? ঋতুপর্ণা সেনগুপ্তর পোস্টে উল্লেখ, তাঁর গন্তব্য ছিল আমেদাবাদ। বোর্ডিংয়ের সময় মঙ্গলবার ভোর ৪.৫৫। অভিনেত্রী পৌঁছন ৫.১০-১২ মিনিট নাগাদ। এখানেই ঘটে বিপত্তি! ঋতুপর্ণাকে সাফ জানিয়ে দেওয়া হয় যে, অনেক আগেই বোর্ডিং গেট বন্ধ হয়ে গিয়েছে। এরপর ৪০ মিনিট ধরে কর্মীদের অনুরোধ করেন তিনি। কথা কাটাকাটিও হয়। কেঁদেই ফেলেন তিনি। তবে এরপরও সংশ্লিষ্ট সংস্থার কর্মীদের কোনও হেলদোল ছিল না বলেই অভিযোগ। শেষমেশ দিন দুয়েক বাদে অভিনেত্রীর কাছে ক্ষমা চাইল ইন্ডিগো।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন