Indrani Halder, Bengali Television, Sreemoyee: নারীকেন্দ্রিক ধারাবাহিকেরই রমরমা বাংলা টেলিভিশনে কারণ দর্শক মূলত ধারাবাহিকের গল্পের কেন্দ্রবিন্দুতে নারী চরিত্রই পছন্দ করেন। তবে ব্যতিক্রম যে নেই তা নয়। যেমন স্টার জলসা-র ধারাবাহিক 'খোকাবাবু'-র কথাই ধরা যাক বা 'ভজগোবিন্দ'। কিন্তু সেখানেও নায়িকা ছিল গল্পের মূল ইউএসপি। আবার 'ইরাবতীর চুপকথা' থেকে শুরু করে 'ফাগুন বউ', স্টার জলসার চলতি একাধিক ধারাবাহিকেই নারীর সুখ-দুঃখ, আত্মপ্রতিষ্ঠা ইত্যাদি গল্পই উঠে আসে। নতুন ধারাবাহিক 'শ্রীময়ী'-তেও সেই ক্ষমতায়নের গল্পটাই দেখতে চলেছেন দর্শক, নতুন মোড়কে বা প্যাকেজিংয়ে।
জি বাংলা-র 'সীমারেখা'-র পরে স্টার জলসা-র 'শ্রীময়ী 'দেখতে বসলে অনেকেরই মাথায় রেখা চরিত্রটি এসে পড়বেই। কিন্তু দুই ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ও চিত্রনাট্যকার সম্পূর্ণ ভিন্ন। 'সীমারেখা' ছিল সুরিন্দর ফিল্মস-এর ধারাবাহিক ও 'শ্রীময়ী' হল ম্য়াজিক মোমেন্টস-এর প্রযোজনা। শুধু তাই নয়, 'শ্রীময়ী'-র চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্য়ায় যিনি বাংলা টেলিজগতের একজন পুরোধা। 'ইষ্টিকুটুম', 'কুসুমদোলা' থেকে 'ফাগুনবউ', 'নকশিকাঁথা'-- সবই তাঁরই প্রযোজনা ও চিত্রনাট্য।
আরও পড়ুন: কী হবে ‘কৃষ্ণকলি’-র ভবিষ্যৎ! গল্পে আসছে নতুন মোড়
লীনা গঙ্গোপাধ্য়ায়ের ধারাবাহিকে বার বার সাধারণ মেয়েদের অ-সাধারণ জীবনসংগ্রাম উঠে আসে। 'শ্রীময়ী'-তেও সাংসারিক ঘেরাটোপে থেকেও আত্মপ্রতিষ্ঠার গল্প থাকবে শুধু প্রেক্ষাপট, চরিত্র এবং ক্রাইসিসগুলি একটু আলাদা। গল্পের শুরুটা এই রকম-- গৃহবধূ শ্রীময়ীর জীবন পরিবারকেন্দ্রিক। স্বামী, ছেলেমেয়ের হাজারো খুঁটিনাটি দেখতে দেখতেই যৌবন অতিবাহিত। কিন্তু এতদিন পরে এসে শ্রীময়ী একটু একটু করে বোঝে, আসলে তার ঝুলিতে রয়েছে শুধুই অপ্রাপ্তি।
সে ইংরেজিতে স্বচ্ছন্দ নয় বলে তার মেয়ে স্কুলে মায়ের পরিচয় দিতে লজ্জা পায়, স্বামী তাকে জীবনসঙ্গিনীর যথার্থ সম্মান দেয় না। শ্রীময়ী ক্রমশ বুঝে ফেলে কতটা নিঃসঙ্গ আসলে সে তার আপনজনেদের মাঝেই। তার পর একদিন সে ঘুরে দাঁড়ায়... কীভাবে তা ক্রমশ প্রকাশ্য। এই ধারাবাহিকটি দেখতে দেখতে অনেক দর্শকেরই হয়তো মনে হবে তাঁর নিজের গল্পটাই দেখছেন তিনি অন্য় নামে। হয়তো মনে পড়বে কোনও প্রিয়জনের কথা।
আরও পড়ুন: Bengali Television Payment Issue: ১৭১ জন শিল্পী স্বস্তিতে! এনওসি দিলেন রানা সরকার
আশাপূর্ণা দেবীর উপন্য়াস থেকে 'ইংলিশ ভিংলিশ'-এর শ্রীদেবী-- সাহিত্য, সিনেমার বহু রেফারেন্সই সংবেদনশীল দর্শকের মনে উঁকি দিয়ে যাবে। আর সেখানেই ধারাবাহিকের সার্থকতা। সোম থেকে রবি সন্ধ্য়া সাতটার স্লটের এই ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়েছে ১০ জুন থেকে।