Indraniel Sengupta - Barkha Bist: 'নিজেকে বিশেষ ভাবা...', নাম না করেই স্ত্রী বরখাকে নিয়ে পোস্ট ইন্দ্রনীলের?

Indraniel Sengupta - Barkha: প্রসঙ্গেই, বরখা জানিয়েছিলেন, ইন্দ্রনীল মেয়ের জীবনে সক্রিয় দায়িত্ব পালন না করেই সরে গিয়েছেন। এবং এই বিষয়টাই মেনে নিতে খুব কষ্ট হয়েছে তাঁর। কিন্তু মেয়েকে আস্তে ধীরে মানসিকভাবে বড় করে তুলছেন তিনি...

Indraniel Sengupta - Barkha: প্রসঙ্গেই, বরখা জানিয়েছিলেন, ইন্দ্রনীল মেয়ের জীবনে সক্রিয় দায়িত্ব পালন না করেই সরে গিয়েছেন। এবং এই বিষয়টাই মেনে নিতে খুব কষ্ট হয়েছে তাঁর। কিন্তু মেয়েকে আস্তে ধীরে মানসিকভাবে বড় করে তুলছেন তিনি...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
indranil sengupta, barkha bist, indranil barkha divorce

Indranil-Barkha: কী পোস্ট করলেন ইন্দ্রনীল? Photograph: (Instagram)

Indranil-Barkha Divorce: ইন্দ্রনীল এবং বরখার মধ্যে তৈরি হয়েছে অস্থিরতা। কারণ, তাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হওয়ার পরও বরখা এতদিন মুখ খোলেননি। কিন্তু, অভিনেত্রী এতদিনে মুখ খুলেছেন।  সাক্ষাৎকারে তিনি যেমন ইন্দ্রনীলের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথাও বলেছেন। ঠিক তেমনই, তাঁর মেয়ের জীবনে বাবার কী ভূমিকা সেই নিয়েও কথা বলেছেন।

Advertisment

প্রসঙ্গেই, বরখা জানিয়েছিলেন, ইন্দ্রনীল মেয়ের জীবনে সক্রিয় দায়িত্ব পালন না করেই সরে গিয়েছেন। এবং এই বিষয়টাই মেনে নিতে খুব কষ্ট হয়েছে তাঁর। কিন্তু মেয়েকে আস্তে ধীরে মানসিকভাবে বড় করে তুলছেন তিনি। পাশাপাশি এও জানিয়েছেন, যে ইন্দ্রনীলের প্রতি তাঁর অনেক ভালবাসা আছে। এখনও পর্যন্ত তাঁকে ভালবাসেন তিনি। হয়তো, শ্রদ্ধা নেই কিন্তু প্রেম আজও বহাল। তবে, এতকিছুর পর ইন্দ্রনীল কী বলছেন? তিনি কি এই নিয়ে কিছু বলছেন?

যদিও বর্তমানে তিনি ব্যস্ত, পুরাতন ছবি নিয়ে। কিন্তু, পুরাতন সম্পর্ক নিয়ে কী বলছেন তিনি? পুরোনো সম্পর্কের কারণে তিনি কি বিরক্ত? নাকি মেয়ের দায়িত্ব নিয়ে তিনি প্রশ্ন শুনে নানা মতামত রেখেছেন? ইন্দ্রনীলের সমাজ মাধ্যম খেয়াল করলে দেখা যাবে, তিনি নাম না করেই পোস্ট করেছেন। তিনি একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে লেখা...

"স্ক্যান্ডিনেভিয়ান সামাজিক কোডের প্রথম নীতিটি হ'ল নিজেকে বেশি স্পেশ্যাল ভাবা বন্ধ করতে হবে।" এখানেই শেষ না। বরখার তরফে তাঁকে নিয়ে সমাজে যে বার্তা রটছে, তাতেও কি কোনরকম প্রভাব পড়ছে তাঁর? ইন্দ্রনীল আরেকটি পোস্ট করেছেন সমাজ মাধ্যমে। স্কোপেনহুরের দর্শনকে মাথায় রেখেই তিনি লেখেন.. "বেশি মানুষের কাছে যদি পৌঁছতে চাও, তাহলে মূর্খদের কাছে গিয়ে আবেদন করো।" যদিও, অভিনেতা কাকে উদ্দেশ্য করে এই পোস্ট করেছেন সেকথা খোলসা করেননি।

Advertisment

উল্লেখ্য, ইন্দ্রনীল পুরাতন ছবিতে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর স্বামী। এখন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের ভূমিকায় রয়েছেন তিনি। এছাড়াও সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে লহ গৌরাঙ্গর নাম রে ছবিতেও রয়েছেন তিনি। সেখানে আরেক অভিনেত্রীও রয়েছেন, যাকে নিয়ে এত শোরগোল বরখার জীবনে। অন্যদিকে, খাদান ছবিতে দেবের সঙ্গে বহুবছর পর কামব্যাক করেছেন বরখা।

Bollywood Actor bollywood actress bollywood Barkha Bisht indranil sengupta