Advertisment
Presenting Partner
Desktop GIF

'সবথেকে কঠিন সিদ্ধান্ত..', সম্পর্কে ভাঙন! শীঘ্রই আইনি বিচ্ছেদ বরখা-ইন্দ্রনীলের

বছর দুয়েক আলাদা রয়েছেন তাঁরা, এরপরই কি এই সিদ্ধান্ত তারকা দম্পতির?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
indranil sengupta, indranil barkha sengupta, barkha sengupta, indranil- barkha divorce

ভাঙছে সম্পর্ক?

দীর্ঘ ১৫ বছরের সংসার, তারও আগে দুবছরের প্রেম... কিন্তু এতসময়ের পরেও যেন সম্পর্ক টিকল না। অবশেষে বিবাহ বিচ্ছেদ, আইনিভাবে আলাদা হতে চলেছেন ইন্দ্রনীল এবং বরখা সেনগুপ্ত।

Advertisment

শেষ দুইবছর তাঁরা আলাদা রয়েছেন। মেয়ে মীরাও ১১ বছরের। তাঁকে নিয়ে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেন দুই তারকা। ২০২১ সালে প্রথম খবর এসেছিল তাঁদের সম্পর্কের জটিলতা নিয়ে। তারপর থেকেই আলাদা থাকেন দুজনে। তবে, এবার প্রকাশ্যে এসেছে আর কিছুদিনের মধ্যেই ডিভোর্স হতে চলেছে তাঁদের। বরখা নিজেই একথা শেয়ার করেছেন সংবাদমাধ্যমে।

আরও পড়ুন < মোদীর ‘মন কি বাত’ নিয়ে উচ্ছ্বসিত আমির খান, ‘এভাবেই উন্নতি সম্ভব…’, বলছেন বলি-তারকা >

অভিনেত্রীর কথায়, "খুব শীঘ্রই আমরা আইনি বিচ্ছেদের মাধ্যমেই আলাদা হয়ে যাব। এটা আমার জীবনের খুব কঠিন একটা সিদ্ধান্ত"। যদিও ইন্দ্রনীল এপ্রসঙ্গে কোনও কথা স্বীকার করেন নি। সোশ্যাল মিডিয়ায় আজও বরখা নিজের নামের সঙ্গে সেনগুপ্তই জুড়ে রেখেছেন। জানিয়েছিলেন, যতদিন বিবাহিত থাকবেন ততদিন সেনগুপ্ত ব্যবহার করবেন। খবরে সিলমোহর পড়তেই যেন আকাশ ভেঙে পড়েছে তাদের অনুরাগীদের মাথায়। কাজ এবং মেয়েকে নিয়েই আপাতত দিন এগোতে চান বলেই জানিয়েছেন অভিনেত্রী।

উল্লেখ্য, কানাঘুষো খবর ইন্দ্রনীল নাকি সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী ইশা সাহার সঙ্গে। তবে, ইশার তরফে কোনও ইতিবাচক ইঙ্গিত কোনোদিন মেলেনি। উল্টোদিকে দুবছর আলাদা থাকতে থাকতে নাকি বরখা নিজেও আশীষ শর্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তাঁদের দুজনকে একসঙ্গে হুল্লোড় করতেও দেখা গিয়েছে বেশ কয়েকবার।

tollywood Entertainment News Barkha Bisht Indraneil Sengupta
Advertisment