Indranil Sengupta: মেয়ের প্রতি সক্রিয় ভূমিকা নেই ইন্দ্রনীলের? বরখার মন্তব্যের পরেই যা করলেন মীরার বাবা...

Indranil Sengupta- barkha bist: মীরা, এখন যথেষ্ট বড়। বাবা মায়ের সাংসারিক কলহ থেকে বিচ্ছেদ সবটাই নিজের সামনে দেখেছে সে। কিন্তু, বাবা এবং মা দুজনের সঙ্গেই যে মীরার সক্ষতা, সেকথা বারবার প্রমাণ পেয়েছে।

Indranil Sengupta- barkha bist: মীরা, এখন যথেষ্ট বড়। বাবা মায়ের সাংসারিক কলহ থেকে বিচ্ছেদ সবটাই নিজের সামনে দেখেছে সে। কিন্তু, বাবা এবং মা দুজনের সঙ্গেই যে মীরার সক্ষতা, সেকথা বারবার প্রমাণ পেয়েছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
barkha sengupta - tollywood: কী বলছেন বরখা...

Indranil with Daughter meira: মেয়েকে নিয়ে কই গেলেন বরখা? Photograph: (Instagram)

Barkha Bist-Indranil:  মেয়ের প্রতি নাকি কোনও দায়িত্ব নেই? অভিনেতা ইন্দ্রনীল নাকি মেয়ের জীবনে সক্রিয় ভূমিকায় ছিলেন না? ইন্দ্রনীল সেনগুপ্ত এবং বরখা বিস্ত তাঁদের সম্পর্ক ছেদ করার পর বহুদিন নিশ্চুপ ছিলেন। কিন্তু, যেদিন বরখা মুখ খোলেন তিনি, নানা অভিযোগ করেন তারকাকে নিয়ে। এমনকি তাঁর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ পর্যন্ত করেন। পাশাপাশি এও জানান, যে মেয়ের প্রতিও তাঁর কোনোদিন সক্রিয় ভূমিকা ছিল না।

Advertisment

তাঁদের সন্তান মীরা, এখন যথেষ্ট বড়। বাবা মায়ের সাংসারিক কলহ থেকে বিচ্ছেদ সবটাই নিজের সামনে দেখেছে সে। কিন্তু, বাবা এবং মা দুজনের সঙ্গেই যে মীরার সক্ষতা, সেকথা বারবার প্রমাণ পেয়েছে। কেন? ইন্দ্রনীল (Indranil Sengupta ) এবং বরখার ( Barkha Bisht ) দাম্পত্য কলহের কথা, অনেকদিন ধরেই আলোচনায়। টলিপাড়ার এক অভিনেত্রীর সঙ্গে তাঁকে নয় নানা চর্চা হয়। কিন্তু, খাদান অভিনেত্রী অভিযোগ করেছিলেন, তাঁর মেয়ের কী দোষ ছিল? সে তো সবটা দেখেছে? ও নিজেকে মানসিকভাবে আরও শক্ত করে তুলছে। কিন্তু, সমস্ত অভিযোগের পাহাড় ভুল প্রমাণ করেই ইন্দ্র মেয়ের সঙ্গে কোথায় গেলেন?

আরও পড়ুন -  Barkha Bist-Indranil: মেয়েকে ইচ্ছেকৃতভাবে দূরে রাখছেন বরখা? বাবা ইন্… 

Advertisment

এমনিও ইন্দ্রনীলের প্রতিভার শেষ নেই। তিনি অসাধারণ ছবি তোলেন। শুধু তাই নয়, তাঁর ফ্রেমে মাঝেমধ্যে মেয়ে মীরাও ধরা পড়েন। স্ট্রিট ফটোগ্রাফি থেকে পার্সোনাল পোর্টফোলিও, ইন্দ্রনীলের ছবি তোলার হাত যে দারুণ ভাল সেকথা বারবার প্রমাণ পেয়েছে। মেয়েকে নিয়েও তিনি নানা সময় ছবি তোলেন। মীরার মুখের আদল কিছুটা বরখার মত হলেও বাবার চাহনিতেই যেন সবথেকে সুন্দর সে। ইন্দ্রকে এবার দেখা গেল মেয়েকে নিয়ে ঘুরতে যেতে। মুম্বাই কলকাতা মিলিয়ে মিশিয়ে থাকেন তিনি। গতকাল পুরাতন ছবির মুম্বাই প্রিমিয়ারের আগে সকলেই সেখানে পৌঁছেছিলেন।

আর তাঁর মাঝেই অভিনেতাকে দেখা গেল মেয়েকে নিয়ে ঘুরুঘুরু করতে ব্যস্ত তিনি। এবং এমন একটি ঘটনা ঘটেছে যেটি দারুণ সুন্দর এবং মিষ্টি। বাবা এবং মেয়ের পরণেই এক রঙের জামা। মিষ্টি হাসি লেগে আছে তাঁদের মুখে। মেয়েকে নিয়ে ঘোরার সঙ্গে সঙ্গে পেটপুজোও হল তাঁর। অভিনেতা সমাজ মাধ্যমে সেই ছবি পোস্ট করেই লিখলেন... "প্ল্যান না করা টুইনিং।" একথা অস্বীকার করার জায়গা নেই যে সন্তানের বড় হওয়ার ক্ষেত্রে বাবা মা দুজনেরই হাত এবং সময় আছে। দাম্পত্যে বিচ্ছেদ যে কোনও সন্তানের পক্ষেই মঙ্গলদায়ক না, সেকথা বারবার উঠে এসেছে নানা ক্ষেত্রে। কিন্তু বাবা মেয়ের যুগলবন্দী যে নিদারুণ, সেকথাও বলতেই হয়।

tollywood Barkha Bisht tollywood news indranil sengupta