পানাজিতে উদ্বোধন হল ৪৯ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উৎসব শুরুর দিন থেকেই যা বোঝা গেল, ভারতকে চলচ্চিত্রনির্মাতাদের পীঠস্থান হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে। উৎসবের আনুষঙ্গিক যা কিছু, তার পাশাপাশি চলছে গোয়া এবং গুজরাত পর্যটনের জোর প্রচার। চলচ্চিত্রবান্ধব রাজ্য হিসেবে উঠে এল ঝাড়খণ্ডের নাম।
গোয়ার ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি ইনডোর স্টেডিয়ামে ইফি-র অনুষ্ঠানে মূল জোর দেওয়া হল একটাই বিষয়ের ওপর - কেন্দ্র এ দেশের চলচ্চিত্র শিল্পকে কতটা প্রাধান্য দিয়েছে। জানানো হল, বিদেশি চলচ্চিত্রনির্মাতাদের জন্যেও অপেক্ষা করে আছে ভারতের চলচ্চিত্র বাজার।
আরও পড়ুন, চলচ্চিত্র উৎসবে মমতা ভজনা! ভবিষ্যৎ কি আগেই দেখে ফেলেছিলেন অনীক দত্ত?
ঐতিহাসিক কাহিনী নির্ভর ভারতীয় ছবিকে শ্রদ্ধা জানিয়ে শুরু হল ৪৯ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নাচে, গানে ভরপুর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। ভারতীয় সংগীতের বৈচিত্রকে খুব সুন্দর ভাবে তুলে ধরা হল উদ্বোধনী অনুষ্ঠানে। রবি ঠাকুরের 'ওগো বিদেশিনী' থেকে আহমেদ ফৈজের গজল 'আজ জানে কি জিদ না করো', সব জঁরেই নিজের দক্ষতা বোঝালেন সংগীত শিল্পী শিল্পা রাও।
ইফি-র স্টিয়ারিং কমিটির সদস্য করণ জোহর তাঁর অননুকরণীয় ভঙ্গিতে দর্শকদের মাতিয়ে রাখলেন। অক্ষয় কুমার এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন রাঠোরের সঙ্গে আড্ডায় সঞ্চালকের দায়িত্ব সামলালেন কফি উইথ করণের চেনা ছন্দেই। অক্ষয়কে প্রশ্ন করা হল রাজ্যবর্ধনের কৃতিত্ব নিয়ে, আবার খিলাড়ি-কে নিয়ে প্রশ্নবাণে জর্জরিত করা হল মন্ত্রীকে।
Read the full story in English