scorecardresearch

আমরা ‘আবর্জনা’র জমানায় বাস করছি: কিউ

CNN এর রিপোর্ট অনুযায়ী কৌশিক মুখোপাধ্যায় অর্থাৎ কিউ ‘সবচেয়ে বিপজ্জনক’ পরিচালক। তিনি মনে করেন আমরা প্রত্যেকে নাকি আবর্জনার যুগে বাস করছি। আর পৃথিবীতে ঘটে চলা সবকিছুর জন্য একমাত্র মানুষ দায়ী।

বর্তমানে ছয়টি প্রজেক্টে কাজ করছেন কিউ
বর্তমানে ছয়টি প্রজেক্টে কাজ করছেন কিউ

বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে সদ্য দেখানো হয়েছে তাঁর ছবি ‘গার্বেজ’। তরপরে এই প্রথমবার মুম্বই অ্যাকাডেমি অফ মুভিং ইমেজ (MAMI)-তে ২০ অগাস্ট দেখানো হবে কিউ-এর এই ছবি। কেন তাঁর ছবির এরকম নাম, জানতে চাইলে তাঁর উত্তর, “আমি মনে করি আমরা ‘গার্বেজ’-এর যুগেই বাস করছি।” ছবির নামকরণন নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, “আমরা আবর্জনা, পৃথিবীর সমস্ত খারাপ কাজের জন্য মানুষই একমাত্র দায়ী।” ‘গার্বেজ’, স্যোশিও-পলিটিকাল ড্রামা, যার কেন্দ্রে ননাম নামের একটি গোয়ানিজ মেয়ে। এই চরিত্রে অভিনয় করেছেন শতরূপা দাস। ট্যাক্সিচালক ফানিশ্বর (তন্ময় ধনানিয়া) তাকে শেকলে বেঁধে রাখে। ডাক্তারি ছাত্রী রামি (ত্রিমালা অধিকারী), যে প্রতিশোধ-মূলক পর্ণগ্রাফির শিকার, ঘটনাক্রমে গোয়াতে আশ্রয় নেয়। তারপর সে আস্তে আস্তে জড়িয়ে পড়ে এই দুজন মানুষের উদ্ভট কিন্তু শান্ত জীবনের জালে।

আরও পড়ুন: কেরলের বন্যাদুর্গতদের পাশে বাংলার টেলিতারকারা

ছবিটা, সেই মেয়েকে নিয়ে যে পুরুষের হিংসার শিকার, কোনও চিত্রনাট্য মেনে তৈরি হয় নি। কিউ-এর বর্ণনা অনুযায়ী, ছবিটি  ওয়ার্কশপ থেকে উঠে এসেছে। তবে ভারতে এই ছবি মুক্তি পাবে কিনা তা নিয়ে তিনি অনিশ্চিত কেন, জিজ্ঞেস করা হলে পরিচালক বলেন, “যেদিন থেকে আমি চিত্রপরিচালক হয়েছি, আমি আমার দেশ সম্পর্ক সচেতন, আমার চোখ খোলা দেশের ভ্যালু সিস্টেম ও ভন্ড আইন সম্বন্ধে। তাই আমি এগুলো মেনে চলতে চাই না।”

বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে সদ্য দেখানো হয়েছে কিউ-এর ছবি ‘গার্বেজ’

“এটা পরিষ্কার যে মাঝে শুধু সেন্সর বোর্ড নয়, অন্তরায় ফিল্ম ইন্ডাস্ট্রির বন্টন পদ্ধতিও, এবং মেগ্যালোমেনিয়াক বলিউড শক্তি যারা প্রতিনিয়ত পরিপন্থী যেকোন বিষয়ে বাধা তৈরি করে। আমি খুশি যে মামি সারাবছর এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যেখানে পরিচালকরা যেকোন ধরনের ছবি দেখাতে পারেন।”

এর আগে কিউ ‘গান্ডু’ ও ‘তাসের দেশে’র মতো ছবি বানিয়েছেন। তবে তাঁর মতো পরিচালকরে ক্ষেত্রে বোধহয় ভারতীয় সিনেমার কালচারটাই পথের কাঁটা। CNN এর রিপোর্ট অনুযায়ী ‘ভারতের সবচেয়ে বিপজ্জনক পরিচালক’ এই ট্যাগে তিনি খুশি? কৌশিকের উত্তর, “এটা শুধুমাত্র ট্যাগ। যদিও আজকের দিনে ট্যাগ থাকাটা কিন্তু ভীষণ জরুরি। কেউ কোনও ভাবমূর্তি তৈরি করতে চাইলে আমার তো মনে হয় এটা কাজে লাগে। আর হতেও পারে আমার ট্যাগ দেখে লোকে আমার ছবিটা দেখবে।”

বর্তমানে ছ’টি প্রজেক্টে নিয়ে কাজ করছেন কিউ। তার মধ্যে একটি হল শাড়ি নিয়ে তথ্যচিত্র।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Interview of q aka qaushiq mukherjee