বেশ কয়েকদিন আগেই তাঁর বিরল রোগের খবরে শোরগোল পড়ে গিয়েছিল বলিপাড়ায়। নিউরোএন্ডোক্রাইন টিউমার সারাতে বিদেশও পাড়ি দিয়েছিলেন তিনি। যার জেরে উদ্বিগ্ন হয়ে পড়েছিল গোটা বলিপাড়া। কিন্তু সেসব ঝঞ্ঝাট সরিয়ে রেখে ফ্যানদের মুখে হাসি ফোটাতে আবারও বড়পর্দায় হাজির ইরফান খান। করিব করিব সিঙ্গল-এর মতো রমকম ছবির পর এবার আদ্যোপান্ত ডার্ক কমেডির স্বাদ দিতে তৈরি ইরফান। আজই মুক্তি পেয়েছে ব্ল্যাকমেল। যে ছবিতে আবারও ইরফানের ভোলেভালা অবতারের সাক্ষী হবে বক্সঅফিস। প্রথম দিনে ২.৭৫ কোটি টাকা থেকে ৩ কোটি টাকা কামাতে পারে ইরফানের এ ছবি, এমনটাই মনে করছেন ট্রেড অ্যানালিস্টরা।
ইরফানের অসুস্থতার জন্য ব্ল্যাকমেল ছবির প্রোমোশন সেভাবে হয়নি। তবে ছবির বিষয়বস্তু ভাল হলে, ব্ল্যাকমেল বক্সঅফিসে যে সাফল্যের মুখ দেখবে, তা অনেকেই মনে করছেন। একইসঙ্গে ইরফানের অসুস্থতার খবরে যেভাবে উদ্বিগ্ন হয়েছে ফ্যানেরা, তাতে এ ছবি দেখার ব্যাপারে একটা আলাদা চাহিদা থাকবে বলে মত ট্রেড অ্যানালিস্ট গিরিশ জোহরের। ছবি হিট হওয়ার ব্যাপারে ইরফানের মতো দক্ষ অভিনেতার ব্র্যান্ড ভ্যালুও অনেকটাই কাজ করবে বলে মনে করেন তিনি। মুক্তির দিন এ ছবি ২.৭৫ কোটি থেকে ৩ কোটি টাকা কামাতে পারে বলে মত গিরিশের। সপ্তাহান্তে লাভের অঙ্ক ১১-১২ কোটি টাকা পর্যন্তও হতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।
আরও পড়ুন, ইরফান-কৃতির নতুন ছবি ব্ল্যাকমেল-এর স্পেশাল স্ক্রিনিং-এ উপস্থিত বি-টাউন, দেখুন ফোটোগ্য়ালারি
দেশের ১৫৫০টি স্ক্রিনে দেখানো হচ্ছে ব্ল্যাকমেল। বিদেশের মোট ৩১১টি স্ক্রিনে ব্ল্যাকমেল ছবির হাত ধরে ইরফানের অভিনয় দেখার সুযোগ পাবেন দর্শকরা। সবমিলিয়ে মোট ১৮৬১টি স্ক্রিনে এই মুহূর্তে দেখানো হচ্ছে এ ছবি। এই হিসেব দিয়েছেন আরেক ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।
অন্যদিকে এই মুহূর্তে বলিউডের বক্সঅফিসে রাজ করছে টাইগার শ্রফের বাগী ২। মুক্তির প্রথম দিনেই ঝড় তুলে দিয়েছে টাইগারের এ ছবি। পাশাপাশি ব্ল্যাকমেলের সঙ্গে একইদিনে মুক্তি পেয়েছে তব্বু অভিনীত সাইকোলজিক্যাল থ্রিলার মিসিং। ফলে শেষপর্যন্ত ইরফান খানের ব্ল্যাকমেল আদপে প্রথমদিনে কত টাকা ছোঁয়, সেদিকেই তাকিয়ে বি-টাউন।
অন্যদিকে গতবছরই হিন্দি মিডিয়াম ছবিতে ইরফানের অভিনয় নজর কেড়েছিল সবার। যে ছবি এ বছথর চিনে মুক্তি পেয়েছে। শুধু তাই নয়, চিনের বক্সঅফিসেও দাপিয়ে বেড়াচ্ছে ইরফান খানের এ ছবি।