/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/06/irrfan-khan-7595.jpg)
Irrfan Khan on battling rare cancer
Irrfan Khan on battling rare cancer: কয়েকমাস আগেই অভিনেতা ইরফান খান জানিয়েছিলেন নিউরো এন্ডোক্রিন টিউমারে ভুগছিলেন তিনি। বিদেশে চিকিৎসাও চলছে তাঁর। তখনই শোকের ছায়া নেমে আসে বি-টাউনে। তবে তাঁর অসুস্থতা নিয়ে ধোঁয়াশা ছিল। এবার ইরফান একটি সংবাদমাধ্যমে নিজের সম্পর্কে একটি খোলা চিঠি শেয়ার করেছেন, যেখানে অনুরাগীদের তিনি অকপটে জানিয়েছেন, তাঁর হাই-গ্রেড নিউরোএন্ডোক্রিন ক্যানসার হয়েছে, এবং বিদেশে এই রোগের সঙ্গে মোকাবিলা করছেন তিনি। সেই খবরের লিঙ্ক শেয়ার করেছেন নিজের টুইটার হ্যান্ডেলে। তাঁর জীবনে এ এক অদ্ভুত অভিজ্ঞতা, একথাও জানিয়েছেন ক্যাপশনে। এরপরই একের পর এক বার্তা এসেছে অভিনেতার আরোগ্য কামনা করে। সুস্থতা কামনা করেছেন প্রত্যেকে। স্বভাবতই ভরে গিয়েছে টুইটারের কমেন্ট সেকশন। অগুন্তি দর্শক যে তাঁর পাশে রয়েছেন এটাই প্রমান করেছে উপচে পড়া কমেন্টের বন্যা।
দেখুন ইরফানের সেই টুইট:
‘As if I was tasting life for the first time, the magical side of it.’ https://t.co/GX0CqfjSVX
— Irrfan (@irrfank) 19 June 2018
ফ্যানেদের বার্তা
Stay strong, my man!
— Ravi Kapoor (@RaviKapoor) 19 June 2018
You are clearly the King-Khan! Wishing you the best!
— Anoo Bhuyan (@AnooBhu) 19 June 2018
Sir Sir Sir we want to see you on screen. Pls sir pls, pls pls come back strong. We love you. Prayers to the almighty God.
— Aniket Sapre (ASAP) (@aniketsapre) 19 June 2018
MashaAllah @irrfank ???????? Its so relieved to see u online!! Praying u are responding well to ur treatment. Hope u are feeling better ???? Come back soon Irrfan, missing you alot. ❤ Love you from Singapore ????
— NisaH ???????? ???? (@Nisah_Din) 19 June 2018
May the force be with you today and forever @irrfank . Wishing you a very healthy and speedy recovery .
????????????????????— LaKsHyA D AdVaNi (@AdvaniLakshya) 19 June 2018
প্রসঙ্গত, ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক সুজিত সরকার কিছুদিন আগে জানান, উধম সিংয়ের বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন ইরফান খান। জানিয়েছিলেন সম্ভবত এই বছরের শেষের দিকেই শুরু হবে বায়োপিকের শুটিং।