আগেই পরিচালক সুজিত সরকার জানিয়েছিলেন ইরফান ভাল আছেন, এমনকি উধম সিংয়ের বায়োপিকে অভিনয়ও করছেন। এবার জানা গেল শীঘ্রই কাজে ফিরছেন অভিনেতা। চিকিৎসার জন্য ব্রিটেনে আছেন অভিনেতা। মুম্বই মিররের খবর অনুযায়ী, একবছর আগেই সুজিত সরকারের উধম সিংয়ের বায়োপিকের ওপর তৈরি চিত্রনাট্য পছন্দ হয়েছিল ইরফানের। কিন্তু এবার তিনি শুটিং করার জন্য প্রস্তুত। এমনকি ছবির জন্য সই সাবুদও করে ফেলেছেন ইতিমধ্যেই।
এরআগে পিকুতে ইরফানের সঙ্গে কাজ করেছেন পরিচালক। তিনি বলেন, ''আমার মনে হয় পুরো বিটাউন তাঁর ফিরে আসার জন্য মুখিয়ে রয়েছে, এমনকি অপেক্ষা করছে কবে তিনি আবার কাজ শুরু করবেন। ইরফান সুদক্ষ অভিনেতাদের মধ্যে একজন, আর আমিও চাই পুরোদমে সুস্থ হয়ে কাজ শুরু করুক তিনি, স্বপ্নগুলোকে সত্যি করুন। আমি তো তৈরি''।
আরও পড়ুন, একসঙ্গে পর্দায় লিলেট দুবে ও পাওলি দাম
১৯৪০-এ বিট্রিশ সরকারের অধীনস্থ পাঞ্জাবের অফিসার মাইকেল ও’ডায়ারকে হত্যা করেন উধম সিং। প্রতিশোধে ১৯১৯ এর হত্যাকাণ্ড। এই প্রথমবার কোনও বায়োপিকে মুখ্য চরিত্রে ইরফান। এর আগে ইরফানের সঙ্গে পিকুতে কাজ করেছেন পরিচালক। প্রায় দু-দশকেরও বেশি সময় ধরে চর্চায় সুজিতের এই বায়োপিক। আগে শোনা গিয়েছিল উধম সিংয়ের বায়োপিকে দেখা যাবে রণবীর কাপুরকে। কিন্তু অক্টোবরের প্রচারের সময় সুজিত সরকার এই গুজবকে অস্বীকার করেন। উধম সিংয়ের বায়োপিককে পরিচালকে ড্রিম প্রজেক্ট বললেও বাড়িয়ে বলা হবে না। গতবছর পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সুজিত সরকার এই ছবি নিয়ে খোলাখুলি কথা বলেন। তিনি জানালেন ”আমি এই গল্পটার ওপর প্রায় ১৮-১৯ বছর ধরে কাজ করছি। যখন আমি মুম্বই চলে আসি, এই চিত্রনাট্যেই প্রথম ছবি করব ভেবেছিলাম কিন্তু হয়নি। এটা স্বাধীনতার আগের সময়ের ছবি, তাই পরিকল্পনাটাও একটু কঠিন ছিল।”