scorecardresearch

‘এ কি ধর্মেন্দ্র নাকি…?’ অভিনেতা ইরফানকে নিয়ে সেদিন তুমুল হইচই হয় ধারাবাহিকের সেটে

চন্দ্রকান্তা সিরিয়ালে তাঁর অভিনীত চরিত্র বেশ জনপ্রিয়তা পায়…

irrfan khan, irrfan khan death, irrfan khan news, irrfan khan bollywood update, irrfan khan news update
ইরফানের মৃত্যুদিন আজ

বছর তিনেক আগে এই দিন, ভারতীয় চলচ্চিত্রের কাছে এক অনুশোচনার দিন ছিল। এদিন, না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন ইরফান খান। স্ক্রিনে কোনোদিন ওভার অ্যাক্টিং কী জিনিস, তাঁকে দেখে বোঝা যায় নি। তাঁর সাবলীল অভিনয় দক্ষতা মন কেড়েছিল দর্শকদের। কিন্তু একদিন, এই মানুষটিকেই কটাক্ষের শিকার হতে হয়েছিল।

শুরুতে টেলিভিশনেও কাজ করেছিলেন তিনি। চন্দ্রকান্তা  সিরিয়ালে বদ্রিনাথের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। বেশ কয়েকটি এপিসোড করার পরই নিজের রোল সম্পর্কে বুঝতে পারছিলেন না ইরফান। আর তখনই সোজা পরিচালকের কাছে গিয়েছিলেন, জানতে চেয়েছিলেন এর ভবিষ্যত প্রসঙ্গে। একজন নতুন পার্শ্ব চরিত্রের অভিনেতার কাছ থেকে এমন কিছু আশা করেন নি তিনি। পান খেতে খেতে তারপর যা বললেন…

ইরফান আবিশ ম্যাথিউর শোয়ে এসেই খোলসা করেছিলেন এই ঘটনা। বলেন, “গোটা ইউনিটের সকলকে ডেকে তিনি ইরফানকে দেখিয়ে জিজ্ঞেস করেন, ও কী ধর্মেন্দ্র নাকি? যে আবার রোল জিজ্ঞেস করছে?” সেদিনের ইরফান কোনও উত্তর দিতে পারেন নি। বরং অবাক হয়ে তাকিয়ে ছিলেন। অভিনেতার কথায়, “এরপর এই চরিত্র জনপ্রিয় হলেও আমি খুব বিরক্ত হয়ে গিয়েছিলাম”। টিভিতে কাজ করে তখনকার দিনে অর্থ উপার্জন যথেষ্ট কঠিন ছিল বলেই দাবি করেছিলেন তিনি। বাচ্চা অসুস্থ, সংসারে চালডাল নেই না বললে নাকি টাকা পেতেন না আর্টিস্টরা।

উল্লেখ্য, তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয় নি তাঁকে। বরং, সিনেমার দুনিয়ায় তাঁকে ঈশ্বর হিসেবেও জ্ঞান করতেন অনেকেই। সব তারকা ইরফান হয় না, একথাও সকলেই মানেন বলিপাড়ায়। সামনেই রিলিজ করবে, তাঁর অভিনীত শেষ ছবি… ‘দ্যা সং অফ স্করপিয়ন’।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Irrfan khan said in television he had been compared with dharmendra