Advertisment
Presenting Partner
Desktop GIF

৬৬তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড! সেরার তালিকায় ইরফান খান, তাপসী পান্নু আর কারা?

‘থাপ্পড়’ একাধিক বিভাগ মিলিয়ে ৭টি পুরস্কার জিতেছে। পাশাপাশি অমিতাভ বচ্চন-আয়ুষ্মান খুরানা অভিনীত গুলাবো-সিতাবো জিতেছে ৬টি পুরস্কার।

author-image
IE Bangla Web Desk
New Update
Irrfan Khan, Filmfare Award, Tapsee Pannu, Lifetime Achievement,

শনিবার প্রদান করা হল ৬৬তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। তাপসী পান্নু অভিনীত ‘থাপ্পড়’ একাধিক বিভাগ মিলিয়ে ৭টি পুরস্কার জিতেছে। পাশাপাশি অমিতাভ বচ্চন-আয়ুষ্মান খুরানা অভিনীত গুলাবো-সিতাবো জিতেছে ৬টি পুরস্কার। ২০২০ সালের সেরা ছবির বিচারে এই সম্মান প্রদান। সেই বছর যেহেতু বেশিরভাগ সময় ঘরবন্দি হয়ে কেটেছে। আর সময় কাটানোর অন্যতম উপাদান ছিল ওটিটি মাধ্যম। তাই ওটিটি মাধ্যমে মুক্তি পাওয়া কয়েকটি ছবিকেও সেরার পুরস্কারে ভূষিত করা হয়েছে। এক ঝলকে দেখে নিন সেই তালিকা—

Advertisment

সেরা ছবি: থাপ্পড়

সেরা পরিচালক: ওম রাউত (তানহাজি: দা আনসাং ওয়ারিওর)

সেরা ছবি (ক্রিটিক্স): প্রতীক ভাটস (ইব আল্লে উহ!)

সেরা অভিনেতা: ইরফান খান (আংরেজি মিডিয়াম)

সেরা অভিনেতা (ক্রিটিক্স): অমিতাভ বচ্চন (গুলাবো-সিতাবো)

সেরা অভিনেত্রী: তাপসী পান্নু (থাপ্পড়)

সেরা অভিনেত্রী(ক্রিটিক্স): তিলোত্তমা সোম (স্যার)

সেরা সহ-অভিনেতা: সইফ আলি খান  (তানহাজি: দা আনসাং ওয়ারিওর))

সেরা সহ-অভিনেত্রী: ফারুখ জাফর (গুলাবো-সিতাবো)

সেরা গল্প: অনুভব সিনহা ও ম্রুন্ময়ী লাগু (থাপ্পড়)

সেরা চিত্রনাত্য: রোহেনা গেরা (স্যার)

সেরা সংলাপ: জুহি চতুর্বেদী (গুলাবো-সিতাবো)

সেরা নবাগত পরিচালকt রাজেশ কৃষাণ (লুটকেস)

সেরা নবাগতা অভিনেত্রী: আলায়া এফ (জওয়ানি-জানেমান)

সেরা সঙ্গীত: প্রীতম (লুডো)

সেরা গীত: গুলজার (ছপক)

সেরা গায়ক: রাঘব চৈতন্য (এক টুকরা ধুপ থাপ্পড়)

সেরা গায়িকা: আশিস কউর (মালাং)

লাইফটাইম অ্যাচিভমেন্ট: ইরফান খান

Irrfan Khan Tapsee Pannu Filmfare Award Lifetime Achievement
Advertisment