/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/i1.jpg)
ইরফানের শেষ ছবি
সব অভিনেতা যে ইরফান হয় না... তাই তো, আজ তিনবছর পরেও অভিনেতার শেষ ছবি রিলিজ করছে শুনেই আনন্দে আত্মহারা তাঁর ভক্তরা। ২০২০ সালে ইরফান চলে গিয়েছেন না ফেরার দেশে। তবে, তাঁর শেষ ছবি দেখার সুযোগ মিলবে আরও একবার।
'দ্যা সং অফ স্করপিয়ন' ছবিতে শেষবারের মত অভিনয় করেছিলেন ইরফান। সেই ছবিই মুক্তি পেতে চলেছে। ইরফান ফ্যানদের আবার একবার সেই অভিনয় দেখবার সুযোগ। শুধু তাই নয়, উৎসাহিত ছেলে বাবিল খানও। সোশ্যাল মিডিয়ায় সেই কথা জানিয়েছেন তিনি নিজেই। পোষ্টার শেয়ার করে তিনি লিখলেন, "ভালবাসা এবং তাঁর ছবির ট্রেলার মুক্তি পেতে চলেছে আগামীকাল"।
এই ছবির মধ্যে দিয়েই শেষবারের মত বড়পর্দায় দেখা যেতে চলেছে তাঁকে। ইরফানের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন ওয়াহিদা রেহমান। প্রযোজক জিসান আহমেদ যথেষ্ট আবেগতাড়িত। তিনি বলছেন, "আমি খুব গর্বিত যে এইধরনের একটি প্রজেক্টের সঙ্গে আমার নাম জড়িয়ে রয়েছে। ইরফানের শেষ ছবি মুক্তি পেতে চলেছে এর থেকে আনন্দের আর কি হয়? সারা দেশের মানুষের উদ্দেশ্যে বলছি, এই ছবিতে ওঁর অভিনয় আপনাদের মুগ্ধ করবে।"
উল্লেখ্য, একজন সান্থালি মেয়ে নুরানের গল্প বলবে এই ছবি। অনুপ সিংয়ের পরিচালনায় এই ছবি সুইজারল্যান্ড ফিল্ম ফেস্টিভালে দেখানো হয়েছে। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। চিকিৎসা করতে ম আঝেমধ্যেই মার্কিন মুলুকে পাড়ি দিতেন। কিন্তু তারপরেও শেষরক্ষা হল না। তার অভিনয় সবসময় মুগ্ধ করেছে সকলকে। এবারও আরেকবার সেই উন্মাদনা বাঁচার পালা ইরফান ভক্তদের।