/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/irfan-sanjay-lead.jpg)
'সঞ্জয় দত্ত যেভাবে আমাদের সাহায্য করেছিল সবদিক দিয়ে তা ভোলার নয়। আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে , বাবার মৃত্যু এবং তার পরবর্তী দিন গুলোতেও স্তম্ভের মত দাঁড়িয়েছিলেন আমাদের পাশে।' এইরকমই এক দীর্ঘ পোস্টে সঞ্জয় দত্তের আরোগ্য কামনা করলেন ইরফান খানের ছেলে বাবিল।
সঞ্জয় দত্ত কাজ থেকে বিরতি নিয়েছেন বেশ কিছুদিনের জন্য। তিনি নিজেই সে কথা জানিয়েছেন। সামান্য কিছু চিকিৎসার জন্যই এই বিরতি বলে। এর পর, সঞ্জুর স্ত্রী মান্যতা দত্ত সঞ্জয় অনুগামীদের কাছে অনুরোধ করেন তারা যেন কোনো ভাবেই সঞ্জয়ের স্বাস্থ্য নিয়ে গুজবে কান না দেয়। সেই একই বার্তা দিয়েছেন ইরফান খানের পুত্র বাবিল।
ইনস্টাগ্রামে ইরফান খানের সঙ্গে সঞ্জয় দত্তের একটি ছবি শেয়ার করে লম্বা পোস্ট করেছেন বাবিল। ছবিটি ২০১০ সালের নক আউট ছবির দৃশ্য।
View this post on InstagramA post shared by Babil (@babil.i.k) on
বাবিল অনুরোধ জানিয়েছেন, সঞ্জয় এবং তার পরিবার কিছু দিনের জন্য শান্তি চায়। তাদের অযথা উত্তেজিত করবেন না। শেষে সে জানিয়েছেন সঞ্জয় হল টাইগার। যোদ্ধা। খুব শীঘ্রই একটা ঘুষিতে ভেঙে গুড়িয়ে দিতে পারবে সঞ্জয়।