Adrit-Kaushambi News:দিনটা ছিল ৯ মে, ২০২৪। ধুমধাম করে মনের মানুষ আদৃতের সঙ্গে বিয়ে সেরেছেন পর্দার দিদিয়া কৌশাম্বি। সুখী দাম্পত্যের সুন্দর মুহূর্তগুলো অনেকসময়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই তারকা দম্পতি। বিয়ের বছর ঘুরতেই চুপিসারে মা হয়েছেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী? ছোট্ট সোনার মুখও দেখিয়ে দিলেন?
আদৃতের কোলে গোলুমুলু বাচ্চাটি কে? কৌশাম্বীর ফ্যানপেজের তরফে এই ছবিটি শেয়ার করা হয়েছে। লক্ষ্মী সোনাটা আদৃত-কৌশাম্বীর অত্যন্ত আদরের ভাইপো। ছবি শেয়ার করে ক্যাপশনে লেখাই রয়েছে, কিউটনেস ওভারলোডেড এই ছোট্ট সোনাকে নিয়ে ছবি তুলেছেন আদৃশাম্বী।
এই মুহূর্তে ফুলকিতে অভিনয় করছেন কৌশাম্বী আর মিত্তির বাড়িতে আদৃত। কাজের হাজার ব্যস্ততার মাঝেও একে অপরের সঙ্গে কোয়ালিটি সময় কাটান। সম্প্রতি অমরসঙ্গীর প্রিমিয়ারে একসঙ্গে হাজির হয়েছিলেন আদৃত-কৌশাম্বী।
প্রসঙ্গত, অনেকদিন সম্পর্কে থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে একেবারে মুখে কুলুপ এটেছিলেন। মিঠাই ধারাবাহিকে অভিনয়ের সময়ই তাঁরা একে অপরের কাছাকাছি আসেন। সোশ্যাল মিডিয়ায় একে অপরের জন্মদিনে শুভেচ্ছা জানাতেন। কিন্তু, সম্পর্কের কথা জানতে চাইলে মুখে কুলুপ এটেই থাকতেন দুজনে।
২০২৪-এপ পয়লা জানুয়ারি আদৃতের বাহুলগ্না হয়ে প্রথমবার ছবি পোস্ট করেন কৌশাম্বী। এরপর আর কারও বুঝতে অসুবিধা হয়নি তাঁদের প্রেমের গুঞ্জনটাই সত্যি ছিল। নতুন বছরে সম্পর্কে সিলমোহর দেওয়ার চার মাসের মধ্যেই নতুন জীবনে পা রাখেন তাঁরা। মিস টু মিসেস হয়েছেন কৌশাম্বী চক্রবর্তী। বিয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই জীবনে কঠিন সময় পার করতে হয়েছে তাঁকে। মাতৃহারা হয়েছেন কৌশাম্বী চক্রবর্তী।